পৈতৃক বাড়ি ছাড়তে হবে। প্রশান্ত সাহাকে নির্দেশ দিয়েছিল আদালত। সেই মতো শনিবার বেলা দেড়টা নাগাদ স্ত্রী পম্পা সাহাকে নিয়ে বাড়ি থেকে বেরিয়ে যান তিনি।
বাঁশদ্রোণীর বাসিন্দা প্রভাস সাহা ও তাঁর স্ত্রী কৃষ্ণা সাহা মাস দুই আগে ছেলে প্রশান্ত ও বৌমা পম্পার বিরুদ্ধে নির্যাতনের অভিযোগ দায়ের করে মামলা করেছিলেন আলিপুর আদালতে।
শুক্রবার বিচারক পবিত্র সেন নির্দেশ দিয়েছিলেন, বাড়ি ছাড়তে হবে প্রশান্ত এবং পম্পাকে। ২৪ ঘণ্টার মধ্যে বাঁশদ্রোণী থানার ওসি-কে নির্দেশ কার্যকর করার কথা জানানো হয়েছিল। এ দিন আদালতের নির্দেশ মেনে বাড়ি থেকে বেরিয়ে যান প্রশান্ত ও পম্পা।