Advertisement
২৪ এপ্রিল ২০২৪

কলকাতার নিউ টাউনে এ বার সোনার কেল্লা

পুজোর থিম এসে গেল নিউ টাউনের পার্কে! পুজোয় শহরের বিভিন্ন মণ্ডপে নানা থিম দেখে অভ্যস্ত মানুষ। তবে সে তো মাত্র চার দিনের দৃষ্টিসুখ। বছরভরই তেমন থিমের আনন্দ মিলবে নিউ টাউনে।

উদ্যোগ: নিউ টাউনে উদ্বোধন হল থিম পার্কের। শনিবার। ছবি: শৌভিক দে

উদ্যোগ: নিউ টাউনে উদ্বোধন হল থিম পার্কের। শনিবার। ছবি: শৌভিক দে

নিজস্ব সংবাদদাতা
শেষ আপডেট: ০৭ মে ২০১৭ ০১:৪৯
Share: Save:

পুজোর থিম এসে গেল নিউ টাউনের পার্কে!

পুজোয় শহরের বিভিন্ন মণ্ডপে নানা থিম দেখে অভ্যস্ত মানুষ। তবে সে তো মাত্র চার দিনের দৃষ্টিসুখ। বছরভরই তেমন থিমের আনন্দ মিলবে নিউ টাউনে।
সৌজন্যে, নিউ টাউন কলকাতা ডেভলপমেন্ট অথরিটি (এনকেডিএ)। সংস্থাটি ওই অঞ্চলের সব ক’টি উদ্যানে সৌন্দর্যায়নের প্রকল্প হাতে নিয়েছে। সংস্থার চেয়ারম্যান দেবাশিস সেন জানিয়েছেন, বাগানগুলোকে মানুষের চোখে আকর্ষণীয় করে তুলতেই এই থিমের ভাবনা। শিশু অথবা বয়স্কদের পার্কগুলিকে এক এক রকম থিমে সাজিয়ে তোলার কাজ শুরুও হয়েছে।

আরও পড়ুন:মত্তকে বাড়ি পৌঁছে দেবে পানশালা!

শনিবার বিকেলে তেমনই একটি থিম-পার্কের সূচনা করলেন পুর ও নগরোন্নয়ন মন্ত্রী ফিরহাদ হাকিম। নিউ টাউনের বিএ ব্লকের পার্কের থিম হিসেবে বেছে নেওয়া হয়েছে বিখ্যাত ছবি ‘সোনার কেল্লা’। সত্যজিৎ রায় পরিচালিত ওই
ছবির কিছু দৃশ্য হাজির হয়েছে উদ্যানে। পাঁচিলের গায়ে ফুটে উঠেছে সিনেমার নানা কিংবদন্তি হয়ে যাওয়া দৃশ্য। ছবিতে, ভাস্কর্যে পার্ক জুড়ে বিখ্যাত ফেলু-তোপসে-জটায়ু ত্রয়ীর দেখা মিলছে। ‘সোনার কেল্লা’র সেই রাজস্থানি মরুভূমির আবহ জীবন্ত করে তুলতে সওয়ারি-সহ উটের মূর্তিও বসেছে। শুধু চলচ্চিত্রের অনুকরণেই ভাস্কর্য বা ছবি নয়, পার্কে বসার জন্য মানানসই প্যাগোডাও থাকছে। এলাকার বাসিন্দাদের কথায়, পার্কে থিমের ব্যবহার বেশ অন্য মেজাজের ভাবনা। তাঁরা আশা করছেন, নিউ টাউনের পাশাপাশি শহরের অন্যান্য এলাকার মানুষের কাছেও পার্কগুলির আকর্ষণ বাড়াবে থিমের ব্যবহার।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

New Town Sonar Kella
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE