মডেল সোনিকা চৌহানের মৃত্যু-কাণ্ডে আলিপুর আদালতে এ বার গোপন জবানবন্দি দিলেন সোনিকারই চার বন্ধু। তাঁরা হলেন অঙ্কিতা বন্দ্যোপাধ্যায়, পৃথা গুহ, নাজিয়া পরভিন এবং সিরিন আসফাক। তাঁরা এর আগে গোপন জবানবন্দি দেওয়ার আর্জি জানিয়েছিলেন। সেই আর্জি মঞ্জুর হয় বৃহস্পতিবার। এই চার জনই গত ২৮ এপ্রিল রাতে বিক্রম চট্টোপাধ্যায় ও সোনিকা সিংহ চৌহানের সঙ্গেই উপস্থিত ছিলেন। এরই পাশাপাশি, তদন্ত প্রক্রিয়া এগোনোর সঙ্গে সঙ্গে বিক্রমের বিরুদ্ধে আরও কঠিন ধারায় মামলা করার কথা ভাবা হচ্ছে বলে পুলিশ সূত্রে খবর।
এ দিন আদালত চত্বরে উপস্থিত ছিলেন সোনিকার ঘনিষ্ঠ বন্ধু অভিনেতা সাহেব ভট্টাচার্যও। সোনিকার শোকসভার পর তাঁকে এত দিন প্রকাশ্যে দেখা যায়নি। তাঁর এ দিনের উপস্থিতি গোটা বিষয়টিকে একটা অন্য মাত্রা দেবে বলে মনে করছেন সোনিকার বন্ধু মহলের একটা বড় অংশ।
আরও পড়ুন, অবশেষে মদ্যপানের কথা কবুল করলেন বিক্রম
পুলিশ সূত্রে খবর, ওই ঘটনায় বৃহস্পতিবার রুবি হাসপাতালের চিকিত্সদের বয়ান রেকর্ড করেছে পুলিশ। সে দিন হাসপাতালে নিয়ে যাওয়ার পর কেমন অবস্থা ছিল বিক্রম-সোনিকার? কেন বিক্রমকে দেরি করে হাসপাতালে ভর্তি করা হয়েছিল? এ সব প্রশ্নের উত্তরই খুঁজছে পুলিশ।
আরও পড়ুন, বিক্রম-সোনিকা আমার বন্ধু, তবু আজ মুখ খুলছি
গত মঙ্গল ও বুধবার মিলিয়ে সাত ঘণ্টারও বেশি সময় জেরার পর বিক্রম স্বীকার করেছেন, দুর্ঘটনার আগে মদ তিনি খেয়েছিলেন বটে, কিন্তু বেসামাল হয়ে যাননি বলেই তাঁর দাবি। তিনি আরও জানিয়েছেন, সোশ্যাল মিডিয়ায় তাঁর যে ছবি এবং ভিডিও নিয়ে এত বিতর্ক হচ্ছে, সেখানে তাঁর হাতে ধরা গ্লাসে মোটেই মদ ছিল না। তদন্তকারী পুলিশ অফিসারেরা যদিও মনে করছেন, বিক্রমের বয়ানে এখনও কিছু অসঙ্গতি রয়েছে। বিক্রমকে শীঘ্রই ফের জেরা করা হতে পারে।