পুজোর শেষ লগ্নে এসে ফের দুর্যোগের আভাস রাজ্যে। আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে, আজ, বৃহস্পতিবার দশমী থেকেই কলকাতা-সহ রাজ্যের বিভিন্ন জেলায় ভারী বৃষ্টি শুরু হবে। কোনও কোনও জেলায় অতিভারী বৃষ্টির আশঙ্কা আছে। এই পরিস্থিতিতে সুষ্ঠু ভাবে দুর্গা ভাসান নিয়েও প্রশ্ন রয়েছে। চলতি সপ্তাহের শেষ পর্যন্ত এই দুর্যোগ চলবে।
এই দুর্যোগের পিছনে বঙ্গোপসাগরের একটি নিম্নচাপ দায়ী। বুধবার সকালে সেই নিম্নচাপটি শক্তি বাড়িয়ে গভীর নিম্নচাপের চেহারা নিয়েছে। আজ, বৃহস্পতিবার সেটি সুগভীর নিম্নচাপের চেহারা নেবে। আগামিকাল, শুক্রবার সেটি ওড়িশা ও লাগোয়া অন্ধ্রপ্রদেশ উপকূল দিয়ে স্থলভূমিতে প্রবেশ করবে। এই নিম্নচাপের প্রভাবে সমুদ্র উত্তাল থাকবে। তাই মৎস্যজীবীদের আগামিকাল, শুক্রবার পর্যন্ত সাগরে মাছ ধরতে যেতে নিষেধ করা হয়েছে।
আবহাওয়া দফতর সূত্রের খবর, উত্তর আন্দামান সাগরে নিম্নচাপটি দানা বেঁধে ছিল এবং তার পর থেকে সেটি ওড়িশা ও অন্ধ্রপ্রদেশ উপকূলের দিকে সরছে। এই নিম্নচাপের প্রভাবে বুধবার থেকেই রাজ্যের বিভিন্ন জেলায় বৃষ্টি শুরু হয়েছে। আজ, বৃহস্পতিবার দক্ষিণ ২৪ পরগনা ও দুই মেদিনীপুরে ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে। কলকাতা ও হাওড়ায় ভারী বৃষ্টির জোরালো সতর্কতা দিয়েছে হাওয়া অফিস।
প্রসঙ্গত, পুজোর ঠিক আগে একটি নিম্নচাপের প্রভাবে প্রবল বৃষ্টিতে জলমগ্ন হয়েছিল কলকাতা। পুজোর শেষে এই দুর্যোগের আভাসে ফের সিঁদুরের মেঘ দেখছেন অনেকে। পরিস্থিতি কী ভাবে সামলাবেন, তা নিয়ে চিন্তায় পুজো কমিটিগুলি। একই সঙ্গে দশমীতে দুর্গা ভাসানেও দুর্যোগপূর্ণ আবহাওয়ার প্রভাব পড়া নিয়ে পুলিশ-প্রশাসন চিন্তিত। সতর্কতায় কোনও আপস যাতে না-করা হয় সেই মতোউপরতলা থেকে স্থানীয় স্তরে নির্দেশ গিয়েছে।
আবহাওয়া দফতর জানিয়েছে, আজ, বৃহস্পতিবার উত্তর ২৪ পরগনা, বাঁকুড়া, ঝাড়গ্রাম, হুগলিতে ভারী বৃষ্টি হতে পারে। উত্তরে ভারী বৃষ্টি হতে পারে দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহারে। আগামিকাল, শুক্রবার পুরুলিয়া, পশ্চিম বর্ধমানে ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে। ভারী বৃষ্টি হতে পারে দুই মেদিনীপুর, ঝাড়গ্রাম, দক্ষিণ ২৪ পরগনা, বীরভূম, মুর্শিদাবাদে। উত্তরে দার্জিলিং, কালিম্পং, ডুয়ার্সের জেলাগুলিতে ভারী থেকে অতি ভারী বর্ষণের আশঙ্কা আছে। বাকি জেলাগুলিতে ভারী বৃষ্টি হতে পারে।
শনিবার থেকে দক্ষিণে বৃষ্টির প্রকোপ কমতে পারে বলে মনে করছেন আবহবিদেরা। তবে সেদিনও উত্তরবঙ্গের পাহাড় ও তরাইয়ের জেলাগুলিতে ভারী থেকে অতি ভারী বৃষ্টি হবে বলে হাওয়া অফিসের পূর্বাভাস।
এই দুর্যোগের প্রভাব যে জনজীবনে পড়বে, সেই কথাও জানিয়েছে আবহাওয়া দফতর। তারা বলেছে, প্রবল বৃষ্টিতে পুজো মণ্ডপের ক্ষতি হতে পারে। এ ছাড়াও, উপকূলে পর্যটকদের জন্য বিভিন্ন প্রমোদমূলক কাজকর্ম নিয়ন্ত্রণ করতে বলা হয়েছে। ভারী বৃষ্টির জেরে চাষের ক্ষেত্রেও কী প্রভাব পড়বে সেটা নিয়েও চর্চাশুরু হয়েছে।
এই খবরটি পড়ার জন্য সাবস্ক্রাইব করুন
5,148
1,999
429
169
(এই প্রতিবেদনটি আনন্দবাজার পত্রিকার মুদ্রিত সংস্করণ থেকে নেওয়া হয়েছে)