Advertisement
১১ মে ২০২৪
Sputnik V

Sputnik V: কলকাতায় দেওয়া হচ্ছে স্পুটনিক ভি, কোথায়, কী ভাবে পাবেন, জেনে নিন

কো-উইন অ্যাপে রেজিস্ট্রেশন করতে হবে, তবে সময় সংরক্ষণ করতে হবে না। হাসপাতালের নির্দিষ্ট নম্বরে ফোন করেই বুকিং করা যাবে।

ফাইল চিত্র

নিজস্ব সংবাদদাতা
কলকাতা শেষ আপডেট: ১৯ জুন ২০২১ ১৯:৩৭
Share: Save:

কলকাতার এক বেসরকারি হাসপাতালে সর্বসাধারণের জন্য রাশিয়ার তৈরি ‘স্পুটনিক ভি’ টিকা পাওয়া যাচ্ছে। শনিবার থেকে উডল্যান্ডস হাসপাতালে ‘স্পুটনিক ভি’ টিকা দেওয়া শুরু হয়েছে। শনিবার ১২ জন এই টিকা নেন। এই টিকা নেওয়ার জন্য কো-উইন অ্যাপে রেজিস্ট্রেশন করতে হবে, তবে সময় সংরক্ষণ করতে হবে না। হাসপাতালের একটি নির্দিষ্ট নম্বরে ফোন করেই বুকিং করা যাবে। নম্বরটি হল-৯৮৩৬৩০৫৯৭৫। ১১৪৫ টাকাতেই পাওয়া যাবে এই টিকা। পাওয়া যাবে টিকা গ্রহণের শংসাপত্রও।

এর আগে কলকাতার ২টি হাসপাতাল তাদের কর্মীদের ‘স্পুটনিক ভি’ টিকা দেয়। উডল্যান্ডস হাসপাতাল সর্বসাধারণের জন্য পরিষেবা দিচ্ছে। হাসপাতালের তরফে জানানো হয়েছে, বর্তমানে অল্প সংখ্যক টিকা আছে বলেই কো-উইনে সময় সংরক্ষণ করতে হচ্ছে না। টিকার জোগান বাড়লে এটা বাধ্যতামূলক করা হবে।

হাসপাতালের তরফে আরও জানানো হয়েছে, রবিবার টিকা দেওয়া হবে না। সোমবার থেকে ফের টিকা দেওয়া শুরু হবে।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

Coronavirus Vaccine Sputnik V Woodlands Hospital
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE