Advertisement
২৩ এপ্রিল ২০২৪

কালীঘাট সৌন্দর্যায়ন নিয়ে বৈঠক মুখ্যসচিবের

ছ’মাসে কাজের প্রক্রিয়া কত দূর এগিয়েছে, কেনই বা কাজ শুরু করতে দেরি হচ্ছে, সে সব জানতে বুধবার জরুরি বৈঠক হল নবান্নে।

নিজস্ব সংবাদদাতা
শেষ আপডেট: ০১ ফেব্রুয়ারি ২০১৮ ০২:৩৬
Share: Save:

গত বছরের অগস্টে কালীঘাট মন্দির চত্বরের সৌন্দর্যায়নের নির্দেশ দিয়েছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ওই প্রকল্প তৈরির ভার পড়েছে কলকাতা পুরসভার উপরে। তার পর থেকে ছ’মাসে কাজের প্রক্রিয়া কত দূর এগিয়েছে, কেনই বা কাজ শুরু করতে দেরি হচ্ছে, সে সব জানতে বুধবার জরুরি বৈঠক হল নবান্নে। পুর অফিসারদের নিয়ে ওই বৈঠক করেন মুখ্যসচিব মলয় দে। হাজির ছিলেন স্বরাষ্ট্রসচিব, তথ্য-সংস্কৃতি, পূর্ত ও নগরোন্নয়ন দফতরের সচিবেরা। বৈঠকে উপস্থিত নবান্নের এক পদস্থ কর্তা জানান, সৌন্দর্যায়ন কী ভাবে হবে তার দু’টি নকশা তৈরি করেছে এক স্থাপত্য-সংস্থা।

এ দিন দু’টি নকশাই প্রোজেক্টরের মাধ্যমে বৈঠকে দেখানো হয়। যেটি পছন্দ হয়েছে, সেটি এ বার পাঠানো হবে কলকাতা হাইকোর্টের কাছে। নবান্ন সূত্রে খবর, হাইকোর্টের নির্দেশ মেনে সৌন্দর্যায়নের কাজ হচ্ছে। তাই পুরসভা কী করতে চায়, তা আগে কোর্টের কাছে পাঠানো হবে। আদালত সবুজ সঙ্কেত দিলেই কাজ শুরু হবে বলে জানান এক পুর আধিকারিক।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

Nabanna Kalighat কালীঘাট
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE