Advertisement
২৪ এপ্রিল ২০২৪

নথি না থাকলেও ব্যবসার ছাড়পত্র

এখন থেকে কোনও কাগজপত্র ছাড়াই ব্যবসা শুরু করার সবুজ সঙ্কেত দিতে চলেছে রাজ্য সরকার। এ নিয়ে বিধানসভায় বিল আসছে। তার পরেই কলকাতা-সহ গোটা রাজ্যে এই নিয়ম কার্যকর হবে। বিলে বলা হয়েছে, এক বছরের অস্থায়ী (প্রভিশনাল) লাইসেন্স নিয়ে ব্যবসা শুরু করতে পারবেন যে-কেউ। আর তা পেতে হলে প্রমাণ হিসেবে প্রথমে কোনও নথি জমা দিতে হবে না।

অনুপ চট্টোপাধ্যায়
শেষ আপডেট: ০৬ জুন ২০১৫ ০০:২৩
Share: Save:

এখন থেকে কোনও কাগজপত্র ছাড়াই ব্যবসা শুরু করার সবুজ সঙ্কেত দিতে চলেছে রাজ্য সরকার। এ নিয়ে বিধানসভায় বিল আসছে। তার পরেই কলকাতা-সহ গোটা রাজ্যে এই নিয়ম কার্যকর হবে। বিলে বলা হয়েছে, এক বছরের অস্থায়ী (প্রভিশনাল) লাইসেন্স নিয়ে ব্যবসা শুরু করতে পারবেন যে-কেউ। আর তা পেতে হলে প্রমাণ হিসেবে প্রথমে কোনও নথি জমা দিতে হবে না। অনেকেরই বক্তব্য, আসন্ন বিধানসভা ভোটের আগে দোকানদার ও ব্যবসায়ীদের মন পেতেই এমন সিদ্ধান্ত। যদিও মেয়র শোভন চট্টোপাধ্যায় বলেন, ‘‘সরকার তো আছে মানুষের কাজ করার জন্য। মানুষের উপকারে কোনও পরিকল্পনা নেওয়া হলে তাতে কে কী বলছেন, ভাবার দরকার নেই।’’

বিধানসভায় ওই বিল সহজেই পাশ হবে জেনে ইতিমধ্যে প্রকল্প রূপায়ণের কাজ শুরু করেছে রাজ্যের সব পুরবোর্ড এবং পঞ্চায়েত। মেয়র শোভনবাবু জানান, শুধু ব্যবসা নয়, বিল্ডিং প্ল্যান থেকে শুরু আরও কিছু বিষয়ে নিয়মনীতি সরলীকরণ করা হচ্ছে। পুরভোটের আগে কলকাতাবাসীকে ‘ভেট’ দিতে একাধিক জনমোহিনী প্রকল্প ঘোষণা করেছিল সরকার। সামনের বছরই রাজ্যের ভোট। সে দিকে নজর রেখেই ব্যবসায়ী, দোকানদার শ্রেণিকে খুশি করতে এই উদ্যোগ বলে মত রাজনৈতিক পর্যবেক্ষকদের। কলকাতার প্রাক্তন মেয়র বিকাশরঞ্জন ভট্টাচার্য বলেন, ‘‘এটা চূড়ান্ত দুর্নীতি আর ফেরেব্বাজির নমুনা। দেখা যাবে এক বছর পরে চিটফান্ডের মতো টাকা মেরে কিছু দোকান উঠে যাচ্ছে।’’ বিজেপির কাউন্সিলর অসীম বসু বলেন, ‘‘ভোটের দিকে লক্ষ্য রেখেই চূড়ান্ত অনৈতিক কাজ করতে চলেছে সরকার।’’ এত কাল কী নিয়ম ছিল?

কলকাতা পুরসভার এক আমলা জানান, কলকাতা শহরে লক্ষাধিক ব্যবসা রয়েছে। এতকাল নিয়ম ছিল দোকান বা ব্যবসা খুলতে হলে জায়গার মালিকের সঙ্গে চুক্তি, দমকল দফতরের নো-অবজেকশন, জমির প্ল্যান— সবই জমা দিতে হত লাইসেন্স প্রদানকারী দফতরের কাছে।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE