Advertisement
৩০ এপ্রিল ২০২৪

এ বার পালা পশ্চিমের

পূর্ব দিকে সংস্কারের কাজ শুরু হয়েছে। এ বার মহাকরণের পশ্চিম দিকের সংস্কারের কাজ শুরু করতে চায় রাজ্য সরকার। তিন মাসে সেই কাজে হাত দিতে চায় নবান্ন। সেই জন্য পশ্চিম দিকে থাকা অফিসগুলি সরাতে হবে।

অত্রি মিত্র
শেষ আপডেট: ২২ মার্চ ২০১৭ ০১:৪৮
Share: Save:

পূর্ব দিকে সংস্কারের কাজ শুরু হয়েছে। এ বার মহাকরণের পশ্চিম দিকের সংস্কারের কাজ শুরু করতে চায় রাজ্য সরকার। তিন মাসে সেই কাজে হাত দিতে চায় নবান্ন। সেই জন্য পশ্চিম দিকে থাকা অফিসগুলি সরাতে হবে।

মঙ্গলবার মহাকরণে সংস্কারের কাজ সরেজমিন দেখে তা চূড়ান্ত করেন মুখ্যসচিব বাসুদেব বন্দ্যোপাধ্যায়। ছিলেন স্বরাষ্ট্রসচিব মলয় দে-সহ পদস্থ কর্তারা। তাঁদের মহাকরণ সংস্কারের কাজ ঘুরিয়ে দেখান পূর্ত দফতরের কার্যনির্বাহী বাস্তুকার কনকেন্দু সিংহ।

মেন ব্লকের পশ্চিম দিক, রোটান্ডা, ক্যাবিনেট রুম, ৪ ও ৫ নম্বর ব্লকের সংস্কারের কাজ শুরু হয়নি। পূর্ব দিক ঘুরে দেখার পরে পশ্চিম দিকের সংস্কারের প্রক্রিয়া কী করে শুরু করা যায়, তা নিয়ে বৈঠকে বসেন মুখ্যসচিব। ঠিক হয়, পূর্ত, স্বরাষ্ট্র ও বিচারবিভাগ দফতর ছাড়া বাকি দফতর সরানো হবে। কৃষি দফতরের অফিস যাবে জেসপ বিল্ডিংয়ে। কর্মিবর্গ দফতর অফিস নবান্নের কাছে একটি বাড়িতে। অর্থ এবং তথ্য ও সংস্কৃতি দফতর যে অফিস আছে, সেগুলিকে বি বা দী বাগে ও আলিপুরের ওপেন এয়ার থিয়েটারে সরানো হবে। পূর্ত দফতরের খবর, ২০১৩-এর অক্টোবরে মহাকরণ থেকে রাজ্যের সদর দফতর সরে যায় নবান্নে। সংস্কারের কাজ শুরু হয় ২০১৪-র সেপ্টেম্বরে। পূর্ত কর্তাদের দাবি, সব ঠিকঠাক চললে সংস্কার শেষ করতে আর এক বছর লাগবে।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

Writers' Building State Government
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE