Advertisement
১৯ এপ্রিল ২০২৪

রেজিস্ট্রারকে ফেরাও, ছাত্র-বিক্ষোভ প্রেসিডেন্সিতে

কেন রেজিস্ট্রারকে সরিয়ে দেওয়া হল, তা নিয়ে জল্পনা থামেনি। তার মধ্যেই বিশ্ববিদ্যালয়ের ওই পদাধিকারীকে বদলি করে দেওয়ার প্রতিবাদে বৃহস্পতিবার সকালে উপাচার্যের সামনে বিক্ষোভ দেখান প্রেসিডেন্সির এক দল ছাত্রছাত্রী। তাঁদের দাবি, রেজিস্ট্রারকে ফিরিয়ে আনতে হবে।

প্রেসিডেন্সির উপাচার্য অনুরাধা লোহিয়াকে ঘিরে বিক্ষোভ। বৃহস্পতিবার। ছবি: সুদীপ্ত ভৌমিক।

প্রেসিডেন্সির উপাচার্য অনুরাধা লোহিয়াকে ঘিরে বিক্ষোভ। বৃহস্পতিবার। ছবি: সুদীপ্ত ভৌমিক।

নিজস্ব সংবাদদাতা
শেষ আপডেট: ০৮ অগস্ট ২০১৪ ০৩:০০
Share: Save:

কেন রেজিস্ট্রারকে সরিয়ে দেওয়া হল, তা নিয়ে জল্পনা থামেনি। তার মধ্যেই বিশ্ববিদ্যালয়ের ওই পদাধিকারীকে বদলি করে দেওয়ার প্রতিবাদে বৃহস্পতিবার সকালে উপাচার্যের সামনে বিক্ষোভ দেখান প্রেসিডেন্সির এক দল ছাত্রছাত্রী। তাঁদের দাবি, রেজিস্ট্রারকে ফিরিয়ে আনতে হবে।

ছাত্রছাত্রীদের বিক্ষোভের জেরে উপাচার্য অনুরাধা লোহিয়াকে এ দিন প্রেসিডেন্সির মূল ফটকের সামনে গাড়ি থেকে নেমে হেঁটে ভিতরে ঢুকতে হয়। তখনই শ’খানেক ছাত্রছাত্রী তাঁকে ঘিরে ধরে স্লোগান দিতে থাকেন। তাঁদের জামায় ছিল অপসারিত রেজিস্ট্রার প্রবীর দাশগুপ্তের ছবি। বিক্ষোভকারীদের দাবি, প্রবীরবাবুকে অবিলম্বে প্রেসিডেন্সিতে ফেরাতে হবে। রাজ্য সরকার জানিয়ে দিয়েছে, ছাত্রছাত্রীদের দাবি মানা হবে না।

পরে পড়ুয়ারা উপাচার্যের ঘরে ঢুকে বিক্ষোভ শুরু করেন। অনুরাধাদেবী তখন কিছু প্রবীণ শিক্ষককে টেলিফোন করে ডেকে পাঠান। ক্লাস শেষ না-করেই তাঁদের কেউ কেউ যান উপাচার্যের ঘরে। ছাত্রছাত্রীদের দাবি মানা যে অসম্ভব, শিক্ষকেরা তা বোঝান পড়ুয়াদের।

এর পরে ছাত্রছাত্রীদের সঙ্গে বৈঠক করেন উপাচার্য। অনুরাধাদেবী পড়ুয়াদের জানান, ঘেরাও-বিক্ষোভ-অবস্থানের মতো বেআইনি কার্যকলাপের পথে না-গিয়ে সসম্মান আলোচনার মাধ্যমে সমস্যা মেটানোর চেষ্টা করতে হবে। প্রবীরবাবুকে ফেরানোর ব্যাপারে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে কথা বলার জন্য উপাচার্যের কাছে আবেদন জানান ছাত্রছাত্রীরা। কী করা যায়, ভেবে দেখা হবে বলে তাঁদের আশ্বাস দিয়েছেন উপাচার্য। পরে অবশ্য তিনি বলেন, “প্রবীরবাবুকে ফেরানোর এক্তিয়ার আমার নেই। সরকার প্রবীরবাবুকে অব্যাহতি দেওয়ার আদেশ দিয়েছিল। আমি তা পালন করেছি মাত্র।” বুধবার সেই আদেশ প্রেসিডেন্সিতে পৌঁছয়। আর সে-দিনই প্রবীরবাবুকে অব্যাহতি দেন উপাচার্য। বৃহস্পতিবার প্রবীরবাবু তাঁর নতুন কর্মস্থল দুর্গাপুর সরকারি কলেজে যোগ দিয়েছেন।

কেন রেজিস্ট্রারকে বদলি করা হল, তা নিয়ে জল্পনা চলছেই। প্রেসিডেন্সির সঙ্গে যুক্ত অনেকের ধারণা, গত বছর প্রেসিডেন্সিতে বহিরাগতদের হামলার ঘটনায় রক্ষী সন্তোষ (পাপ্পু) সিংহকে পুলিশি হেনস্থার প্রতিবাদ করায় রেজিস্ট্রারকে সরিয়ে দেওয়া হয়েছে। শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় অবশ্য এই ধারণা অমূলক বলে উড়িয়ে দিয়েছেন। রেজিস্ট্রার হওয়ার আগে প্রবীরবাবু দীর্ঘদিন প্রেসিডেন্সিতে ভূতত্ত্ব বিভাগে শিক্ষকতা করেছেন। এই মুহূর্তে দুর্গাপুর সরকারি কলেজে শিক্ষকের প্রয়োজন এবং প্রবীরবাবুকে সেই জন্যই সেখানে পাঠানো হয়েছে বলে জানান পার্থবাবু। মন্ত্রী বা উচ্চশিক্ষা দফতরের কর্তাদের সঙ্গে এ দিন এই বিষয়ে উপাচার্যের কোনও কথা হয়নি। পার্থবাবু বলে দিয়েছেন, “কোনও অবস্থাতেই শিক্ষা দফতরের সিদ্ধান্তের নড়চড় হবে না।”

পরীক্ষা নিয়ামক দেবজ্যোতি কোনারকে আপাতত রেজিস্ট্রারের দায়িত্ব সামলাতে বলেছেন প্রেসিডেন্সি-কর্তৃপক্ষ। শিক্ষক-শিক্ষিকাদের সঙ্গে বৃহস্পতিবার বিকেলে বৈঠকে বসেন তাঁরা। প্রেসিডেন্সি সূত্রের খবর, ছাত্রছাত্রীদের দাবি মেনে প্রবীরবাবুকে ফিরিয়ে আনার জন্য রাজ্য সরকারের কাছে অনুরোধ করা যে অসম্ভব, সেই ব্যাপারে একমত হন বৈঠকে হাজির সকলেই। তাঁদের যুক্তি, আচমকা হলেও রাজ্য সরকার রেজিস্ট্রারকে সরিয়ে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে আইন মেনেই।

তবে প্রেসিডেন্সিরই শিক্ষক-শিক্ষিকাদের একাংশের বক্তব্য, অব্যাহতি দেওয়ার আগে প্রবীরবাবুকে কিছুটা সময় দেওয়া উচিত ছিল। এই কাজে কেন এত তাড়াহুড়ো করা হল, সেটা তাঁদের বোধগম্য হচ্ছে না।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

students presidency university registrar
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE