Advertisement
০৮ মে ২০২৪

ফিডার বক্সে সুভাষ-স্মরণ

জাস্টিস চন্দ্রমাধব রোডে থাকবে স্বামী বিবেকানন্দকে নিয়ে আঁকা নানা ছবি। তাঁর ওয়ার্ডের প্রতিটি রাস্তার পাশে থাকা ফিডার বক্স এ ভাবেই সাজানো হবে বলে জানান ওই কাউন্সিলর।

শ্রদ্ধার্ঘ্য: এলগিন রোডে এ ভাবেই সেজেছে ফিডার বক্স। —নিজস্ব চিত্র।

শ্রদ্ধার্ঘ্য: এলগিন রোডে এ ভাবেই সেজেছে ফিডার বক্স। —নিজস্ব চিত্র।

নিজস্ব সংবাদদাতা
শেষ আপডেট: ২৬ জানুয়ারি ২০১৮ ০১:৩৭
Share: Save:

শহরের রাস্তায় সিইএসসি-র ফিডার বক্সগুলির সৌন্দর্যায়নের কাজ শুরু হয়েছে কলকাতায়। এলগিন রোডে সুভাষচন্দ্র বসুর বাড়ির সামনে থাকা ফিডার বক্স সাজিয়ে নিজের ওয়ার্ডে সেই কাজ শুরু করলেন স্থানীয় কাউন্সিলর অসীম বসু। কোনওটিতে সুভাষচন্দ্রের ছবি-সহ স্লোগান ‘দিল্লি চলো’, কোথাও আবার আজাদ হিন্দ ফৌজের পোশাকে সুভাষচন্দ্র।

অসীমবাবুর সঙ্গে কাজ করা যুবকেরা জানান, এলগিন রোড ছাড়াও সত্যজিৎ রায়ের স্মৃতি বিজড়িত বাড়িটি যে রাস্তায় রয়েছে, সেই বিশপ লেফ্রয় রোডেও এই ভাবে ফিডার বক্স সাজানো হবে। এলগিন রো়ডে ৩৭টি ওই ধরনের বক্স রয়েছে। সব ক’টিতেই নেতাজি সম্পর্কিত নানা ছবি আঁকা হবে। ইতিমধ্যে ন’টিতে সেই কাজ হয়েছে। বিশপ লেফ্রয় রোডের ফিডার বক্সগুলিতে থাকবে সত্যজিৎ রায়ের আঁকা ছবি, সিনেমার পোস্টার প্রভৃতি। জাস্টিস চন্দ্রমাধব রোডে থাকবে স্বামী বিবেকানন্দকে নিয়ে আঁকা নানা ছবি। তাঁর ওয়ার্ডের প্রতিটি রাস্তার পাশে থাকা ফিডার বক্স এ ভাবেই সাজানো হবে বলে জানান ওই কাউন্সিলর।

কেন এই উদ্যোগ? অসীমবাবু বলেন, ‘‘শহর সাজানো হচ্ছে। সেখানে ওই সব ফিডার বক্স বেখাপ্পা লাগছিল। নীল-সাদা রেলিংয়ের ধারে বক্সগুলি সাজিয়ে দেওয়ায় পুরো এলাকা সেজে উঠছে।’’ এলাকার বাসিন্দারাও এই উদ্যোগে খুশি। অনেকে আবার কাউন্সিলরের এই কাজে সামিলও হচ্ছেন। সিইএসসি-র এক অফিসার জানান, নতুন এই ভাবনা সত্যিই দৃষ্টান্ত হয়ে উঠেছে।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE