Advertisement
৩০ মার্চ ২০২৩
All India Trinamool Congress

Bengal Politics: তোকে সব উজাড় করে দেব, অভিষেককে আশীর্বাদ করে কেঁদে ফেললেন সুব্রত বক্সী

শনিবার তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক পদে বসেছেন অভিষেক। রবিবার শীর্ষ নেতাদের প্রণাম জানাতে তাঁদের বাড়ি গিয়েছিলেন অভিষেক।

নিজস্ব চিত্র

নিজস্ব সংবাদদাতা
কলকাতা শেষ আপডেট: ০৬ জুন ২০২১ ২২:২৭
Share: Save:

অভিষেক বন্দ্যোপাধ্যায়কে আশীর্বাদ করতে গিয়ে কেঁদে ফেললেন তৃণমূলের রাজ্য সভাপতি সুব্রত বক্সী। শনিবার দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সর্বভারতীয় সাধারণ সম্পাদক পদে বসিয়েছেন অভিষেককে। আর রবিবার দলের শীর্ষ নেতাদের একে একে প্রণাম জানাতে তাঁদের বাড়ি গিয়েছিলেন অভিষেক। সকালে মহাসচিব পার্থ চট্টোপাধ্যায়ের নাকতলা বাড়িতে যান। বিকেলে প্রথমে সুব্রত বক্সীর বাড়িতে, পরে পঞ্চায়েত মন্ত্রী সুব্রত মুখোপাধ্যায়ের বাড়িতে গিয়েছিলেন ডায়মন্ডহারবারের সাংসদ। প্রত্যেকেই তাঁকে আগামীর পথচলার জন্য আশীর্বাদ করেন। যাঁর ছেড়ে যাওয়া পদে অভিষেককে বসালেন মমতা, সেই সুব্রতই অভিষেককে আশীর্বাদ করার সময় কেঁদে ফেলেন।

চোখের জল ফেলতে ফেলতে তৃণমূলের রাজ্য সভাপতি বলেন, "মমতাদি তোকে আশীর্বাদ করেছেন। নিজের জীবনে যা যতটুকু আছে সবকিছু উজাড় করে তোকে দিয়ে দেব।" এই কথাগুলো বলার সময় অভিষেককে জড়িয়ে ধরেন সুব্রত। পাল্টা অভিষেক বলেন "আপনাকেও দীর্ঘদিন সুস্থ থাকতে হবে বক্সীদা।" পুত্রসম অভিষেকের এমন কথা শুনে কেঁদে ফেলেন তৃণমূলের ‘বক্সীদা’। প্রসঙ্গত, ২০১৪ সালের মে মাসে সাংসদ হওয়ার পর ওই বছরেই অক্টোবর মাসের তৃণমূল যুব কংগ্রেসের সভাপতি পদে বসানো হয়েছিল অভিষেককে। দীর্ঘ সাত বছর ওই পদে থেকে দলকে সাফল্য এনে দিয়েছেন তিনি।

২০২১ সালের বিধানসভা ভোটে মুখ্যমন্ত্রীর পর তাঁকেই দেখা গিয়েছিল নেতৃত্বে। শনিবার যুব সভাপতির পদ ছেড়ে দিয়েছেন অভিষেক, বদলে তাঁকে দেওয়া হয়েছে সর্বভারতীয় সাধারণ সম্পাদকের পদ। সুব্রত-সহ দলের অন্য বর্ষীয়ান নেতারা অভিষেকের নেতৃত্বের প্রতি আস্থা জ্ঞাপন করেছেন। সোমবার বিকেলে তৃণমূল ভবনে সাংবাদিক বৈঠক করে অভিষেক তাঁর আগামীর পরিকল্পনার কথা জানাবেন।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, Twitter এবং Instagram পেজ)
Follow us on: Save:
Advertisement
Advertisement

Share this article

CLOSE
Popup Close
Something isn't right! Please refresh.