Advertisement
E-Paper

তন্ময়কে তৃতীয় বার জিজ্ঞাসাবাদ করল বরাহনগর থানা, ফের সিপিএম নেতাকে ডাকা হল নভেম্বরের শেষে

তন্ময়ের বিরুদ্ধে অভিযোগ প্রকাশ্যে আসে গত ২৭ অক্টোবর। ফেসবুক লাইভে এক মহিলা সাংবাদিক অভিযোগ করেন, সাক্ষাৎকার নেওয়ার সময়ে তন্ময় তাঁর ‘কোলে উঠে পড়েন’।

আনন্দবাজার অনলাইন সংবাদদাতা

শেষ আপডেট: ১৬ নভেম্বর ২০২৪ ২০:০৪
Tanmoy Bhattacharya appeared at Barahnagar police station for the third time

সিপিএম নেতা তন্ময় ভট্টাচার্য। —ফাইল ছবি।

এক মহিলা সাংবাদিককে হেনস্থার অভিযোগে শনিবার তৃতীয় বার সিপিএম নেতা তন্ময় ভট্টাচার্যকে জিজ্ঞাসাবাদ করল বরাহনগর থানার পুলিশ। তাঁকে এক ঘণ্টা ধরে বিভিন্ন প্রশ্ন করেন তদন্তকারীরা। তন্ময় আগের দু’দিনের মতো শনিবারও নির্ধারিত সময়ে থানায় পৌঁছে গিয়েছিলেন। থানা থেকে বেরিয়ে উত্তর দমদমের প্রাক্তন সিপিএম বিধায়ক জানিয়েছেন, তাঁকে আগামী ২৬ নভেম্বর আবারও জিজ্ঞাসাবাদের জন্য থানায় ডাকা হয়েছে। তিনি যাবেন বলেও জানিয়েছেন।

তন্ময়ের বিরুদ্ধে অভিযোগ প্রকাশ্যে আসে গত ২৭ অক্টোবর। ফেসবুক লাইভে এক মহিলা সাংবাদিক অভিযোগ করেন, সাক্ষাৎকার নেওয়ার সময়ে তন্ময় তাঁর ‘কোলে উঠে পড়েন’। অভিযোগের পর ওই দিন বিকেলেই সিপিএমের তরফে রাজ্য সম্পাদক মহম্মদ সেলিম জানিয়ে দেন, দল তন্ময়কে সাসপেন্ড করছে। তাঁর বিরুদ্ধে দলের অভ্যন্তরীণ কমিটি তদন্ত করবে। যত দিন সেই তদন্ত চলবে, তত দিন তন্ময় সাসপেন্ড থাকবেন। তদন্ত শেষ হলে সেই রিপোর্ট দেখে দল পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে। সেই মতোই তন্ময়ের বিরুদ্ধে তদন্ত শুরু হয়েছে আইসিসি-তে। ইতিমধ্যে তন্ময়কে ডেকে এক বার জিজ্ঞাসাবাদ করেছে সিপিএমের অভ্যন্তরীণ কমিটি। কিন্তু পুলিশি জিজ্ঞাসাবাদ ধারাবাহিক ভাবে চলছেই।

Tanmoy Bhattacharya CPM Leader Baranagar
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy