প্রগতি ময়দান থানার পর এ বার সল্টলেক। ফের পুলিশি তৎপরতার সাক্ষী রইল কলকাতা। চলন্ত ট্যাক্সির ভিতরে এক যুবতীর শ্লীলতাহানির অভিযোগে গ্রেফতার করা হল তার চালককে। শুক্রবার বিকেলে ওই অভিযোগ পাওয়ার চার ঘণ্টার মধ্যেই অভিযুক্ত ট্যাক্সিচালককে পাকড়াও করেছে হেস্টিংস থানার পুলিশ।
পুলিশ সূত্রে খবর, শ্লীলতাহানির অভিযোগে শুক্রবার রাত সাড়ে ৯টা নাগাদ টালিগঞ্জ থানা এলাকা থেকে মুকেশ কুমার নামে এক ট্যাক্সিচালককে গ্রেফতার করা হয়েছে। তাঁর বিরুদ্ধে শ্লীলতাহানির অভিযোগ করেছেন হাওড়ার ব্যাঁটরার বাসিন্দা মমতা প্রসাদ।