খিদিরপুরের শতাব্দী প্রাচীন একটি স্কুলের শিক্ষক-শিক্ষিকারা ‘জঙ্গি কার্যকলাপে যুক্ত’! কেউ ‘আইএসআইয়ের চর’। কেউ বা ‘ফোর্ট উইলিয়ামের তথ্য ফাঁস’ করছেন। কেউ আবার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে ‘খুনের ছক কষেছেন’!
এমনই সব অভিযোগে ভরা উড়ো চিঠি কখনও পৌঁছচ্ছে স্কুলের ঠিকানায়, কখনও আবার পৌঁছে যাচ্ছে পুলিশ-প্রশাসনের কাছে। এমনকি মুখ্যমন্ত্রীর দফতর বা রাজভবনের ঠিকানাতেও চলে আসছে সেই সব চিঠি। এ সব চিঠি নিয়েই কার্যত বিড়ম্বনায় পড়েছেন ওই স্কুলের ১৩ জন শিক্ষক-শিক্ষিকা। শুধু তাই নয়, ‘পত্র বোমার’ জেরে তাঁদের কখনও পুলিশের মুখোমুখি হতে হচ্ছে, কখনও বা কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থার।
কে বা কারা এই চিঠি পাঠাচ্ছে, তা অবশ্য জানা যায়নি। কিন্তু এই উড়ো চিঠির জন্যে তাঁদের সামাজিক পরিচিতি নষ্ট হচ্ছে বলে জানাচ্ছেন ওই স্কুলের ইংরাজি বিভাগের শিক্ষক ঋতুপর্ণ বসু। মঙ্গলবার তিনি বলেন, “স্কুল শিক্ষা দফতর থেকে শুরু করে ন্যাশনাল ইনভেস্টিগেশন এজেন্সি, সিআইডি, কলকাতা পুলিশ, এমনকি রাজ্যপাল, মুখ্যমন্ত্রীর কাছেও অভিযোগ করা হয়েছে। ফলে তদন্তকারী সংস্থাগুলি স্কুলে এসে জিজ্ঞাসাবদ করছেন। এই পরিস্থিতিতে আমরা আতঙ্কিত। কে বা কারা এই চিঠি দিচ্ছে, সে বিষয়ে আমাদের কিছু জানানো হচ্ছে না।”