তিহাড় জেল থেকে প্যারোলে ছাড়া পেয়েছিলেন বন্দি। তার পরে আর ফেরেননি সেখানে। ঘাপটি মেরে বসেছিলেন কলকাতায়। মঙ্গলবার কলকাতার সেই রিপন স্ট্রিটে তল্লাশি চালাল দিল্লি পুলিশের একটি দল। সেখান থেকে গ্রেফতার করে নিয়ে গেল ৩৮ বছরের সোহরাবকে। তাঁর বিরুদ্ধে ছয় থেকে সাতটি খুন-সহ ২০টি অপরাধের মামলা রয়েছে।
কলকাতা পুলিশ সূত্রে জানা গিয়েছে, দিল্লি পুলিশের একটি দল তাদের সঙ্গে যোগাযোগ করে। তারা জানায়, কলকাতার রিপন স্ট্রিটে এক পলাতক বন্দি লুকিয়ে রয়েছেন। তল্লাশি অভিযানে কলকাতা পুলিশকে সাহায্যের কথাও জানায়। এর পরে মঙ্গলবার দুপুরে রিপন স্ট্রিটে তল্লাশি চালায় দিল্লির পুলিশের একটি দল। সেখান থেকে গ্রেফতার করে সোহরাবকে।
আরও পড়ুন:
দিল্লি পুলিশ সূত্রে খবর, সোহরাব আদতে লখনউয়ের বাসিন্দা। গত জুন মাসে তিহাড় থেকে প্যারোলে ছাড়া পান তিনি। তার পরে প্যারোল শেষ হলেও আর জেলে ফেরেননি। সোহরাবের বিরুদ্ধে একাধিক খুন, খুনের চেষ্টার মামলা রয়েছে। অভিযোগ, এক ঘণ্টায় তিনটি খুন করেছিলেন তিনি। দিল্লি এবং লখনউয়ে বেশ কয়েকটি ডাকাতির মামলাও রয়েছে তাঁর বিরুদ্ধে। কলকাতায় এসে গাড়ি চালানোর কাজ করছিলেন। অভিযোগ, এই সোহরাবের ভাইও অপরাধে জড়িত।