বছরের শেষ রবিবার দুর্ঘটনায় প্রাণ গেল এক মাধ্যমিক পরীক্ষার্থীর। বাসে ওঠার সময় গিয়ে পড়ে গিয়ে দুর্ঘটনাটি ঘটে। সুজয় মণ্ডল নামে চৌবাগা হাই স্কুলের ওই ছাত্রের বাড়ি প্রগতি ময়দান থানা এলাকার আড়ুপোতায়।
পুলিশ সূত্রে খবর, রবিবার বিকালে বন্ধুর সঙ্গে বেড়াতে বেরিয়েছিলেন সুজয়। বাসন্তী এক্সপ্রেসওয়ের উপর আড়ুপোতা বাস স্টপ থেকে ২১৩ রুটের একটি বেসরকারি বাসে ওঠার সময় পা পিছলে পড়ে যান তিনি। বাসের পিছনের চাকা আঘাত করে তাঁর কোমরে। গুরুতর আহত অবস্থায় তাঁকে এসএসকেএম হাসপাতালে নিয়ে যাওয়া হয়। রবিবার গভীর রাতে সেখানেই তাঁর মৃত্যু হয়।
সোমবার সুজয়ের পরিবারের সদস্যরা বলেন, ‘‘রবিবার বিকালে উত্তর পঞ্চান্ন গ্রামে এক বন্ধুর বাড়ি যাওয়ার জন্য বেরিয়েছিল সুজয়। বাড়ি থেকে বেরনোর কিছুক্ষণের মধ্যেই খবর আসে দুর্ঘটনার।’’ ঘটনার এক প্রত্যক্ষদর্শীর দাবি, বাসে ঠিক করে ওঠার আগেই চালক বাস চালাতে শুরু করেন। ভারসাম্য হারিয়ে পড়ে যান ওই তরুণ।