Advertisement
১১ মে ২০২৪
Pickpocket

বইমেলায় কিশোরদের কাজে লাগাচ্ছে পকেটমারেরা

পুলিশ সূত্রের খবর, সেই কিশোর ভিন্ রাজ্যের। তাকে এখানে আনা হয়েছিল বইমেলার জন্য।

প্রতীকী ছবি।

প্রতীকী ছবি।

নিজস্ব সংবাদদাতা
কলকাতা শেষ আপডেট: ০৮ ফেব্রুয়ারি ২০২০ ০২:০৪
Share: Save:

সাত দিনে ধরা পড়েছে ৩৫ জন। পুলিশ যে রীতিমতো সর্বক্ষণ নজরদারি চালাচ্ছে, তা টের পেয়েছে পকেটমারের দলবল। তবে তারাও হাল ছাড়তে নারাজ। এ বার তারা ময়দানে অল্পবয়সী ছেলেদের ব্যবহারের চেষ্টা করছে। বৃহস্পতিবার এক কিশোরকে আটক করার পরে এমনটাই অনুমান বিধাননগর পুলিশের।

পুলিশ সূত্রের খবর, সেই কিশোর ভিন্ রাজ্যের। তাকে এখানে আনা হয়েছিল বইমেলার জন্য। প্রাথমিক তদন্তে পুলিশ জানতে পেরেছে, দু’ দিনে তিন জনের মোবাইল খোয়া গিয়েছিল। সেই ঘটনায় ওই কিশোরের ভূমিকা রয়েছে বলে সন্দেহ করছে পুলিশ। তাকে কে বা কারা এখানে নিয়ে এল সে সব বিষয়ে ওই কিশোর কোনও তথ্য দিতে পারেনি। সে শুধুমাত্র এক জনের কথা বলেছে। যে তাকে কলকাতায় এনেছে। পুলিশ বাকি দলটির খোঁজ শুরু করেছে। বইমেলা চলাকালীন পকেটমারদের বেশ কয়েকটি দল সক্রিয় হয়েছে বলে খবর রয়েছে পুলিশের কাছে। তাই বইমেলায় সাদা পোশাকের গোয়েন্দারাও তৎপর রয়েছেন। সর্বত্র নজরদারি চালাচ্ছেন তাঁরা। বইমেলার ভিতরে, বাইরে বিভিন্ন জায়গায় নজরদারি বাড়িয়ে দেওয়া হয়েছে। তার মধ্যেই ধরা পড়ছে ওই ৩৫ জন।

তদম্তকারীরা জানান, কিশোরদের দিকে বিশেষ নজরদারি থাকবে না ভেবেছে দুষ্কৃতীরা। এই ঘটনার পরে বইমেলার বাকি দিনগুলোয় নজরদারি আরও বাড়ানোর চিন্তাভাবনা করছে পুলিশ।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE