Advertisement
০৮ মে ২০২৪

গ্রেফতার ভাড়াটে, তথ্য না দিয়ে ধৃত মালিকও

পুলিশ বার বার বলছে, ঘরে ভাড়ায় কাউকে থাকতে দিলে ভাড়াটে সম্পর্কে সঙ্গে সঙ্গে থানায় তথ্য দিন। তবু এক শ্রেণির মানুষের সেই থোড়াই কেয়ার মনোভাব। আর এর পরিণতি কী হতে পারে, সেটা হাড়ে হাড়ে টের পেলেন পাটুলি এলাকার এক ব্যক্তি।

চিরন্তন রায়চৌধুরী
শেষ আপডেট: ২১ অগস্ট ২০১৬ ০০:২১
Share: Save:

পুলিশ বার বার বলছে, ঘরে ভাড়ায় কাউকে থাকতে দিলে ভাড়াটে সম্পর্কে সঙ্গে সঙ্গে থানায় তথ্য দিন। তবু এক শ্রেণির মানুষের সেই থোড়াই কেয়ার মনোভাব। আর এর পরিণতি কী হতে পারে, সেটা হাড়ে হাড়ে টের পেলেন পাটুলি এলাকার এক ব্যক্তি।

পুলিশ জানাচ্ছে, ওই বাড়িওয়ালার নাম শ্যামল সরকার। তাঁর বাড়িতে জাল পাসপোর্ট ও ভিসা নিয়ে ভাড়া নেওয়া এক বিদেশি নাগরিককে পুলিশ গ্রেফতার করেছে। বাড়ির মালিক হিসেবে তাঁকেও গ্রেফতার করা হয়েছে। স্থানীয় থানায় ভাড়াটে সম্পর্কে তথ্য না দেওয়ার অভিযোগে। বৃহস্পতিবার রাতে দু’জনকে গ্রেফতার করেছে পুলিশ।

পুলিশের দাবি, ধৃত ভাড়াটে, নাইজিরীয় যুবক মেয়াদ ফুরোনো যে নথি পেশ করেছেন, সেগুলো জাল। তদন্তকারীদের বক্তব্য, ধৃত যুবক মেয়াদ ফুরনো পাসপোর্ট ও ভিসার যে অনুলিপি দিয়েছেন, তাতে মনে হচ্ছে তিনি সিয়েরা লিওনের নাগরিক, কিন্তু আসলে তিনি নাইজিরিয়ার বাসিন্দা। ওই যুবকের নাম মুদাসিরু লাওয়াল ইসমালিয়া। আপাতত তাঁর বিরুদ্ধে বিদেশি নাগরিক আইনে মামলা রুজু করেছে পুলিশ। পরে জালিয়াতির অভিযোগেও মামলা রুজু করা হবে। তবে মুদাসিরুর সঙ্গে আর এক বিদেশিও থাকতেন। তাঁর খোঁজ চলছে।

পুলিশের একটি সূত্রের খবর, রাত পৌনে ১০টা নাগাদ পাটুলি লিঙ্ক রোড তল্লাটে ছিপছিপে চেহারার এক যুবককে ঘুরতে দেখে টহলদার পুলিশ। পুলিশের প্রশ্নে বছর আঠাশের ওই যুবক জানান, তিনি সিয়েরা লিওনের বাসিন্দা, ভারতে পড়তে এসেছেন। ভাড়া থাকেন পাটুলির বি পি টাউনশিপের একটি বাড়িতে। কিন্তু এ দেশে থাকার কোনও বৈধ কাগজ তিনি তখন পুলিশকে দেখাতে পারেননি। মুদাসিরুকে সঙ্গে নিয়ে তাঁর আস্তানায় পুলিশ হাজির হলে তিনি ভিসার একটি অনুলিপি দেখান। সেটা দেখেই সন্দেহ হয় পুলিশের। ওই নথি অনুযায়ী, ১ অগস্ট ভিসার মেয়াদ শেষ হয়েছে। তবু পুলিশের মনে হয়, কোথাও একটি গণ্ডগোল আছে। সিকিওরিটি কন্ট্রোলের অফিসাররা পৌঁছে সব দিক খতিয়ে দেখে জানান, মুদাসিরুর ভিসার মেয়াদ ২০১২ সালের শেষ দিকে শেষ হয়েছে। ১ অগস্ট যে ভিসার মেয়াদ শেষ হয়েছে, সেটা জাল।

বাড়ির মালিক শ্যামল সরকারকে তলব করা হলে তিনি জানান, মুদাসিরু ও আর এক বিদেশি যুবক মে মাস থেকে তাঁর বাড়িতে ভাড়ায় উঠেছেন। কেন তাঁদের সম্পর্কে তিনি পুলিশকে তথ্য দেননি, সেই প্রশ্নের সদুত্তর মেলেনি।

পুলিশের একটি সূত্রের খবর, ২০১২-র মাঝামাঝি নয়াদিল্লিতে পৌঁছন মুদাসিরু। এবং জাল পাসপোর্ট নিয়ে তিনি এ দেশে ঢোকেন। পুলিশ জেনেছে, ফুটবল খেলে রোজগার করেন ওই যুবক। তবে কলকাতা ময়দানের কোনও বড় ক্লাবে নয়, পাড়া বা স্থানীয় ক্লাবের হয়ে বিভিন্ন প্রতিযোগিতায় খেলে রোজগার করেন মুদাসিরু। তাঁর সঙ্গে অন্য যে বিদেশি শ্যামলবাবুর বাড়িতে ভাড়া থাকতেন, তাঁর সম্পর্কে খোঁজ নিচ্ছে পুলিশ।

এক তদন্তকারী অফিসার বলেন, ‘‘জাল পাসপোর্ট আর ভিসা নিয়ে ঢুকে তা-ও ফুটবল খেলছিলেন। জঙ্গি হলে কী হত!’’

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

Arrest tenant
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE