Advertisement
১৮ এপ্রিল ২০২৪

বিপজ্জনক বাড়ির বারান্দা ভেঙে বিপত্তি

পুরসভা ও পুলিশ সূত্রের খবর, মহাবীরতলার ৩ নম্বর ক্যানাল রোডে ১০০ বছরেরও বেশি পুরনো, তেতলা ওই বাড়িটিতে থাকেন প্রায় ৫০ জন ভাড়াটে।

ভেঙে পড়ে বারান্দার এই অংশ। বৃহস্পতিবার। নিজস্ব চিত্র

ভেঙে পড়ে বারান্দার এই অংশ। বৃহস্পতিবার। নিজস্ব চিত্র

নিজস্ব সংবাদদাতা
কলকাতা শেষ আপডেট: ১৪ জুন ২০১৯ ০১:৪১
Share: Save:

কলকাতা পুরসভার বিল্ডিং বিভাগের নতুন আইন অনুযায়ী, শহরের পুরনো বিপজ্জনক বাড়ি ভেঙে নতুন করে তৈরির সময়ে ভাড়াটেদের প্রয়োজনে পুনর্বাসন দিতে হবে। কিন্তু অভিযোগ, পুনর্বাসন সংক্রান্ত জটিলতায় কিছু ক্ষেত্রে আটকে গিয়েছে বিপজ্জনক বাড়ি সংস্কার। এর মধ্যে বুধবার রাতে টালিগঞ্জের মহাবীরতলায় ভেঙে পড়ল একটি পুরনো বাড়ির একাংশ। ঘণ্টা তিনেক আটকে রইলেন বাসিন্দারা। শেষে পুরকর্মীরা ও দমকল এসে তাঁদের মই দিয়ে উদ্ধার করেন। বাড়িটির বিপজ্জনক অংশ ভাঙা হবে বলে জানিয়েছে পুরসভা।

পুরসভা ও পুলিশ সূত্রের খবর, মহাবীরতলার ৩ নম্বর ক্যানাল রোডে ১০০ বছরেরও বেশি পুরনো, তেতলা ওই বাড়িটিতে থাকেন প্রায় ৫০ জন ভাড়াটে। বুধবার রাতের ঝড়ে তেতলার বারান্দার একাংশ ভেঙে পড়ে। ভার রাখতে না পেরে দোতলার বারান্দাও ধসে পড়ে। আটকে পড়েন ওই দু’টি তলে থাকা ১২ জন। এক বাসিন্দা মুসকান পাণ্ডে বলেন, ‘‘তখন প্রায় রাত ১২টা। আমরা তিনতলায় ঘুমোচ্ছিলাম। হঠাৎ আওয়াজ শুনে বেরিয়ে দেখি, বারান্দা ভেঙে দোতলার বারান্দা সমেত ধসে পড়েছে। আতঙ্কে তখন কাঁপছি। শেষে পুরকর্মীরা এসে উদ্ধার করেন।’’

স্থানীয় তৃণমূল কাউন্সিলর অমিত সিংহ জানান, পুরসভা আগেই বাড়িটিকে ‘বিপজ্জনক’ ঘোষণা করেছিল। বাসিন্দাদের বলা হয় বাড়ি ছাড়তে। কিন্তু পুনর্বাসনের সমস্যার ফলে ভাড়াটেরা অন্যত্র যেতে চাননি। অমিতবাবুর অভিযোগ, ‘‘বাড়ির মালিককে জানানো হলেও তাঁর দিক থেকে সাড়া পাওয়া যায়নি।’’ গোটা ঘটনা নিয়ে বাড়ির মালিকের সঙ্গে যোগাযোগ করা যায়নি।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

Building Balcony
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE