শহর জুড়ে এলইডি আলো লাগানোর পরিকল্পনা করেছে কলকাতা পুরসভা। কিন্তু সেই এলইডি আলোর বরাত দেওয়া নিয়েই প্রশ্ন উঠে গেল পুরসভার অন্দরে। বরাত দেওয়ার প্রক্রিয়া কতটা স্বচ্ছ, তা জানতে চেয়ে একগুচ্ছ প্রশ্ন তোলা হয়েছে খোদ পুর অর্থ দফতরের তরফেই।
প্রসঙ্গত, এর আগে ত্রিফলা আলোর বরাত দেওয়া নিয়েও প্রশ্নের মুখে পড়েছিল পুর প্রশাসন। ফের এলইডি আলো নিয়ে নতুন ভাবে প্রশ্ন ওঠায় স্বাভাবিক ভাবেই অস্বস্তিতে পুর কর্তৃপক্ষ। এমনকী, এলইডি আলো কেনা নিয়ে মেয়র পরিষদের বৈঠকে প্রস্তাব গ্রহণের আগেই কী ভাবে দরপত্র আহ্বান হয়ে গেল, সে প্রশ্নও তুলেছেন পুরকর্তাদের একাংশ। কারণ দেখা যাচ্ছে, গত মার্চে মেয়র পরিষদের এক বৈঠকে এলইডি আলো সংক্রান্ত সিদ্ধান্ত গৃহীত হয়েছিল। অথচ, তার দু’মাস আগেই এলইডি আলোর দরপত্র আহ্বান করা হয়ে যায়! যদিও কর্তৃপক্ষের দাবি, বরাত দেওয়া নিয়ে স্বাভাবিক ভাবেই কয়েকটি ‘সঙ্গত’ প্রশ্ন তোলা হয়েছিল অর্থ দফতরের তরফে। সেই প্রশ্নের উত্তর দেওয়ায় সন্তুষ্টও হয়েছে অর্থ বিভাগ।
পুরসভা সূত্রের খবর, গ্রিন সিটি মিশন প্রকল্পের অধীনে কিছু দিন আগে প্রায় সাড়ে ২৫ কোটি টাকার এলইডি আলো কেনার সিদ্ধান্ত নেওয়া হয়। আধিকারিকদের একাংশ জানাচ্ছেন, বরাত দেওয়ার আগে ওই সাড়ে ২৫ কোটি টাকার কাজকে দু’টি ফাইলে ভাগ করা হয়। একটি ফাইলে ১৯ কোটি ৭৩ লক্ষ ৫৩৫০ টাকা এবং অন্যটিতে ৫ কোটি ৮২ লক্ষ ৪১৩৭০ টাকার বরাত দেওয়ার জন্য দরপত্র আহ্বান করা হয়।