এক কিশোরের মৃত্যুতে চিকিৎসায় গাফিলতির অভিযোগে উত্তাল হল ঠাকুরপুকুরের ই এস আই হাসপাতাল। ঘটনাটি ঘটেছে রবিবার সকালে।
পুলিশ জানায়, এ দিন সকালেই ওই হাসপাতালে ভর্তি করানো হয়েছিল তারাতলা থানার গরাগাছা রোডের বাসিন্দা বিবেক সরকারকে (১৩)। ভর্তির ঘণ্টাখানেকের মধ্যেই মৃত্যু হয় তার। এর পরে হাসপাতাল চত্বরেই ক্ষোভে ফেটে পড়েন মৃত কিশোরের পরিবারের লোকেরা। তাঁদের অভিযোগ, দিন দুয়েক আগেই জ্বর ও বমির জন্য হাসপাতালে নিয়ে আসা হয়েছিল বিবেককে। কিন্তু তাকে ভর্তি নেননি চিকিৎসকেরা। আগেই ভর্তি করে নিলে হয়তো বাঁচানো যেত ওই কিশোরকে বলে অভিযোগ তাঁদের। হাসপাতালের পাল্টা অভিযোগ, ওই কিশোরের মৃত্যুর খবর পেয়ে আই সি ইউ-র মধ্যেই ভাঙচুর শুরু করেন মৃত কিশোরের পরিজনেরা। দু’টি ভেন্টিলেটর ও একটি কম্পিউটার উল্টে মেঝেতে ফেলে দেওয়া হয়। আইসিইউ-র ভিতরে এমন তাণ্ডব দেখে আতঙ্ক ছড়ায় রোগীদের মধ্যে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে শেষে হাসপাতাল থেকে খবর যায় পুলিশে। ইতিমধ্যে মৃতের বাড়িতে খবর গেলে হাসপাতালে জড়ো হন আরও অনেকে। অভিযোগ, পুলিশের গাড়ি লক্ষ্য করে ইট ছোড়েন মৃতের আত্মীয়েরা। পুলিশ তাঁদের উপরে পাল্টা লাঠিচার্জ করে বলে অভিযোগ। আটক করা হয়েছে পাঁচ জনকে।