কলকাতায় প্রথম বেসরকারি সিএনজি বাস পরিষেবা শুরু হয়ে গেল। সোমবার নিউটাউনে নতুন এই পরিবেশবান্ধব বাস পরিষেবার সূচনা করেন পরিবহণমন্ত্রী ফিরহাদ হাকিম। সার্বাবন বাস সার্ভিসেসের তরফে এই বাস পরিষেবা শুরু করা হচ্ছে। আপাতত পাইলট প্রজেক্ট হিসেবে রাজ্য পরিবহণ দফতরের সহযোগিতায় পাঁচটি বাস চলাচল করবে নিউটাউনের সাপুরজি থেকে উল্টোডাঙার ১৫ নম্বর সরকারি বাস স্ট্যান্ডের মধ্যে। পরিবেশবান্ধব এই বাসগুলিতে থাকছে ৩১টি বসার আসন।
মন্ত্রী ফিরহাদ হাকিম বলেন, ‘‘একটি সংস্থার সঙ্গে আমাদের কথা হয়েছে, যারা সারা কলকাতায় সিএনজি গ্যাস সাপ্লাই করবে। এখন আমরা রিফিলিং করছি। তবে খুব তাড়াতাড়িই আমাদের গ্যাসের লাইনও চলে আসবে। তবে বিভিন্ন পাম্পে সিএনজি সাপ্লাই শুরু হয়ে গিয়েছে। পরিবহণ দফতরের ডিপোতে সরকারি ও বেসরকারি সিএনজি বাসের গ্যাস নেওয়ার ব্যবস্থা থাকছে। কসবাতে আমরা ডিপোতে গ্যাস পরিষেবা চালু করব। সিএনজি ছাড়াও ইলেকট্রিক চালিত গাড়ি চালানোর চেষ্টা করছি। তার জন্য সিইএসসি-র সঙ্গে আলোচনাও হয়েছে। সব বিষয়েই প্ল্যানিং করা হচ্ছে।’’ ২০৩০ সালের মধ্যে পরিবহণ যাতে একটি বিশেষ পরিকল্পনামাফিক ব্যবস্থায় রূপান্তরিত হয় সে বিষয়েও সরকার উদ্যোগী হচ্ছে বলে আশ্বাস দিয়েছেন তিনি।