আলিপুর বোমা মামলায় অভিযুক্ত ১৪ জন বিপ্লবীর স্মরণে নতুন ফলক বসছে অরবিন্দ ঘোষের স্মৃতি-বিজড়িত, মুরারিপুকুরের রবীন্দ্র উদ্যান এবং অরবিন্দ ঘাটে। আজকের প্রজন্মের কাছে বিস্মৃতপ্রায় সেই বিপ্লবীরা। পুরসভার সহযোগিতায় তাই তাঁদের স্মরণ করতে উদ্যোগী হয়েছে ‘অরবিন্দ পাঠমন্দির’। সেই কাজই চলছে জোরকদমে। আগামী কাল, শুক্রবার সেই ফলকের উন্মোচন হবে।
ঘিঞ্জি মুরারিপুকুর অঞ্চলে বিপ্লবী বারীন ঘোষ সরণির উপরেই রয়েছে মুরারিপুকুর রবীন্দ্র উদ্যান ও তার ভিতরের অরবিন্দ ঘাট। অরবিন্দ পাঠমন্দির সূত্রে জানা যাচ্ছে, এখন যেখানে রবীন্দ্র উদ্যান এবং অরবিন্দ ঘাট রয়েছে, এক সময়ে সেখানেই ছিল অরবিন্দের পৈতৃক বাগানবাড়ি। ১৯০৮ সালের ২ মে সেই বাগানবাড়ি থেকেই আলিপুর বোমা মামলায় অভিযুক্ত ১৪ জন বিপ্লবী পুলিশের হাতে গ্রেফতার হন।
অরবিন্দ পাঠমন্দিরের সচিব শঙ্কর মিত্র জানাচ্ছেন, স্বাধীনতার আগে জলা-জঙ্গলে ঘেরা মানিকতলা এলাকার মুরারিপুকুর ছিল বিপ্লবীদের আস্তানা। মুরারিপুকুরের বাগানবাড়িটি বিপ্লবীদের অনুশীলন কেন্দ্র নামেও পরিচিত ছিল। আলিপুর বোমা মামলায় অভিযুক্ত ১৪ জন বিপ্লবী যে দিন পুলিশের হাতে ধরা পড়েন, সে দিনই অন্য জায়গা থেকে ধরা পড়েন অরবিন্দও।