Advertisement
১১ মে ২০২৪

এক ঝটকায় ভূমিশয্যা ৭ গোয়েন্দার

মাঝ দুপুরে হঠাৎ ঝনঝন শব্দ। হকচকিয়ে উঠলেন সকলে। দেখা গেল, এক সঙ্গে মাটিতে লুটিয়ে পড়েছে সাত গোয়েন্দাপ্রধানের ছবি। বৃহস্পতিবার দুপুরে ঘটনাটি ঘটেছে লালবাজারে কলকাতা পুলিশের সদর কার্যালয়ে। ঘটনাস্থল বর্তমান গোয়েন্দাপ্রধান পল্লবকান্তি ঘোষের দফতর।

সায়নী ভট্টাচার্য
শেষ আপডেট: ০৯ মে ২০১৫ ০১:২৮
Share: Save:

মাঝ দুপুরে হঠাৎ ঝনঝন শব্দ। হকচকিয়ে উঠলেন সকলে। দেখা গেল, এক সঙ্গে মাটিতে লুটিয়ে পড়েছে সাত গোয়েন্দাপ্রধানের ছবি।

বৃহস্পতিবার দুপুরে ঘটনাটি ঘটেছে লালবাজারে কলকাতা পুলিশের সদর কার্যালয়ে। ঘটনাস্থল বর্তমান গোয়েন্দাপ্রধান পল্লবকান্তি ঘোষের দফতর।

পুলিশকর্তাদের ঘরে তাঁদের প্রাক্তন দায়িত্বপ্রাপ্ত অফিসারদের ছবি টাঙিয়ে রাখা দীর্ঘদিনের রীতি। পল্লববাবুর ঘরেও দু’দিকের দেওয়ালে টাঙানো রয়েছে প্রাক্তন গোয়েন্দাপ্রধানদের ছবি। সার দিয়ে রয়েছে ব্রিটিশ আমল থেকে শুরু করে পল্লববাবুর আগে ওই পদের দায়িত্বে থাকা দময়ন্তী সেন পর্যন্ত মোট ৩৬ জন অফিসারের ছবি। এরই মধ্যে সৌমেন মিত্র, বাণীব্রত বসু, নারায়ণ ঘোষ, নজরুল ইসলাম, গৌতমমোহন চক্রবর্তী, প্রসূন মুখোপাধ্যায় এবং এসআইএস আহমেদের ছবি পড়ে যায় বলে লালবাজার সূত্রে
জানা গিয়েছে।

লালবাজার সূত্রের খবর, যে পাতের উপরে ভর দিয়ে ছবিগুলি টাঙানো ছিল, তা দীর্ঘদিনের পুরনো। ঠিকমতো মেরামতি না হওয়ার ফলে তাতে মরচে ধরে গিয়েছিল। তাই আর ভার সামলাতে না পেরে ওই সারির ৭টি ছবি পড়ে যায়। লালবাজার সূত্রে জানানো হয়, কিছুক্ষণেই ছবিগুলি মেরামতির জন্য নিয়ে যাওয়া হয় ওসি বিল্ডিং-এ। শুক্রবার বিকেলের মধ্যে যথাস্থানে ফিরিয়ে দেওয়া হয়েছে ছবিগুলি।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE