Advertisement
০৫ মে ২০২৪

লেকটাউনে দুই বাড়িতে লুঠ

একই দিনে দেড় কিলোমিটারের মধ্যে পরপর দু’টি চুরি। বুধবার দুপুর থেকে রাতের মধ্যে লেকটাউনের এ এবং বি ব্লকে দু’টি বাড়ি থেকে প্রায় পাঁচ লক্ষ টাকার সামগ্রী ও নগদ টাকা নিয়ে পালায় দুষ্কৃতীরা। এই ঘটনায় ফের প্রশ্নে পুলিশি নজরদারি।

নিজস্ব সংবাদদাতা
শেষ আপডেট: ০৫ অগস্ট ২০১৬ ০০:০৬
Share: Save:

একই দিনে দেড় কিলোমিটারের মধ্যে পরপর দু’টি চুরি। বুধবার দুপুর থেকে রাতের মধ্যে লেকটাউনের এ এবং বি ব্লকে দু’টি বাড়ি থেকে প্রায় পাঁচ লক্ষ টাকার সামগ্রী ও নগদ টাকা নিয়ে পালায় দুষ্কৃতীরা। এই ঘটনায় ফের প্রশ্নে পুলিশি নজরদারি।

পুলিশ জানায়, বুধবার শেষ রাতে এ ব্লকে একটি বাড়ির দোতলায় চুরি হয়। সেখানে একাই থাকেন বৃদ্ধা চিনুরানি সাহা। ছেলেমেয়েরা অন্য তলায় থাকেন। বৃদ্ধার এক ছেলে স্বপন সাহা জানান, পাইপ বেয়ে দোতলার বারান্দার দরজা খুলে ঘরে ঢোকে ২ দুষ্কৃতী। শব্দে ঘুম ভেঙে তাঁর মা দেখেন অস্ত্র হাতে দু’জন ঘরে ঢুকেছে। বৃদ্ধা চিৎকার করতেই দুষ্কৃতীরা ছুরি দেখিয়ে তাঁর গয়না নিয়ে পালায়। পুলিশ জানায়, বাড়ির দেওয়ালে দুষ্কৃতীদের হাত-পায়ের ছাপ মিলেছে।

বুধবারই দুপুর থেকে সন্ধ্যার মধ্যে চুরি হয় বি ব্লকের একটি বাড়িতে। ওই বাড়ির একতলায় ভাড়া থাকেন স্নেহলতা থারার। মঙ্গলবার থেকে তিনি ছিলেন মেয়ে রিভা চাওলার বাড়িতে। বৃহস্পতিবার রিভা জানান, তাঁরা গিয়ে দেখেন ঘর লণ্ডভণ্ড। আলমারি থেকে উধাও প্রায় ৪ লক্ষ টাকার গয়না, রুপোর মুদ্রা ও নগদ ৩০ হাজার টাকা।

বাসিন্দাদের অভিযোগ, পরিকাঠামো বেড়েছে বলে দাবি করলেও রাতে পুলিশের দেখা মেলে না। যদিও পুলিশের দাবি, নজরদারি বেড়েছে। তবে কেন অপরাধ আটকানো যাচ্ছে না? উত্তর মেলেনি। পুলিশের পাল্টা অভিযোগ, বাড়ি ফাঁকা থাকলে বাসিন্দাদের একাংশ থানায় জানাচ্ছেন না। এ ক্ষেত্রেও তাই ঘটেছে। পুলিশ সূত্রে খবর, বুধবারের ঘটনায় উষ্মা প্রকাশ করেছেন পুলিশের শীর্ষকর্তারাও। তবে বিধাননগর পুলিশের এক কর্তা জানান, এ ক্ষেত্রে কোনও গাফিলতি ছিল কি না, খতিয়ে দেখা হবে।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

Lake town Theft
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE