Advertisement
১১ মে ২০২৪

গয়নার বিপণিতে তালা ভেঙে চুরি

চুরি হল ঠাকুরপুকুরের এক গয়নার দোকানে। শুক্রবার রাতে ঘটনাটি ঘটে ঠাকুরপুকুরের চণ্ডীচরণ রোডে। শনিবার সকালে দোকান খুলতে গিয়ে বিষয়টি মালিকের নজরে পড়ে। এর পরেই তিনি অভিযোগ দায়ের করেন। পুলিশ জানায়, এ দিন দোকান খোলার সময়ে মালিক দেখেন, তালা ভাঙা। লণ্ডভণ্ড দোকান থেকে উধাও কয়েকশো গ্রাম সোনা ও রুপোর গয়না। দোকানে কোনও সিসিটিভি ছিল না বলে জানিয়েছে পুলিশ। প্রসঙ্গত, গত মঙ্গলবারই সন্ধ্যায় হরিদেবপুরে এক সোনার দোকানে ডাকাতি চালিয়েছিল সশস্ত্র দুষ্কৃতীরা।

নিজস্ব সংবাদদাতা
শেষ আপডেট: ১১ অক্টোবর ২০১৫ ০০:৪১
Share: Save:

চুরি হল ঠাকুরপুকুরের এক গয়নার দোকানে। শুক্রবার রাতে ঘটনাটি ঘটে ঠাকুরপুকুরের চণ্ডীচরণ রোডে। শনিবার সকালে দোকান খুলতে গিয়ে বিষয়টি মালিকের নজরে পড়ে। এর পরেই তিনি অভিযোগ দায়ের করেন।

পুলিশ জানায়, এ দিন দোকান খোলার সময়ে মালিক দেখেন, তালা ভাঙা। লণ্ডভণ্ড দোকান থেকে উধাও কয়েকশো গ্রাম সোনা ও রুপোর গয়না। দোকানে কোনও সিসিটিভি ছিল না বলে জানিয়েছে পুলিশ।

প্রসঙ্গত, গত মঙ্গলবারই সন্ধ্যায় হরিদেবপুরে এক সোনার দোকানে ডাকাতি চালিয়েছিল সশস্ত্র দুষ্কৃতীরা। পুলিশ জানায়, ওই সন্ধ্যায় ক্রেতা সেজে দোকানে ঢোকে ৭ জন। ঢুকেই সিসিটিভির তার ছিঁড়ে দেয়। আগ্নেয়াস্ত্র দেখিয়ে ভল্ট খুলে প্রায় ১৮ লক্ষ টাকার গয়না-সহ নগদ কয়েক হাজার টাকা ছিনিয়ে নেয়। এর পরে এলোপাথাড়ি গুলি ছুঁড়তে ছুঁড়তে পালায়। সেই চুরির কিনারা এখনও হয়নি।

বেহালা ডিভিশনের খুব কাছাকাছি দু’টি এলাকায় কয়েক দিনের ব্যবধানে ডাকাতি এবং চুরির ঘটনা স্বাভাবিক ভাবেই ভাবাচ্ছে পুলিশকে। এই চুরির সঙ্গে আগের ডাকাতির যোগ থাকতে পারে বলে মনে করছে পুলিশের একাংশ। এই ঘটনার আগে এ ভাবেই রিজেন্ট পার্ক, যাদবপুর এবং গল্ফগ্রিনে বাড়িতে ঢুকে ডাকাতি চালাত একটি দল। পরে কলকাতা ও দক্ষিণ ২৪ পরগনা থেকে সেই দলের বেশ কয়েক জন ধরা পড়ে। বেহালাতেও পরপর সোনার দোকানে ডাকাতিতে একই চক্র কি না, তা খতিয়ে দেখছে পুলিশ।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

thakurpur gold shop gold shop
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE