E-Paper

যানজট কমাতে কেষ্টপুর খালে তৃতীয় বেলি সেতু

শুক্রবার থেকে খালের উপরেলোহার কাঠামো বসানোর কাজ শুরু হয়েছে। পুলিশ সূত্রের খবর, খালের উপরে সেতুর অংশটি তৈরিকরতে দিন পনেরো সময় লাগতে পারে। তার পরেই খালের দু’পাশে সেতুতে ওঠার রাস্তা তৈরির কাজ শুরু হবে।

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ১১ জানুয়ারি ২০২৬ ০৫:৩১
উদ্যোগ: কেষ্টপুর খালের উপরে তৃতীয় বেলি সেতু বসানোর কাজ চলছে। শনিবার।

উদ্যোগ: কেষ্টপুর খালের উপরে তৃতীয় বেলি সেতু বসানোর কাজ চলছে। শনিবার। ছবি: স্নেহাশিস ভট্টাচার্য।

বিধাননগর তথা সল্টলেকের ট্র্যাফিক ব্যবস্থাকে মসৃণ করতে কেষ্টপুর খালের উপরে তৃতীয় বেলি সেতু তৈরির সিদ্ধান্ত আগেই নেওয়া হয়েছিল। সেই কাজের চূড়ান্ত পর্ব শুরু হয়েছে। সল্টলেকের এএ ব্লকে, কেষ্টপুর খালের উপরে ওই সেতুর কাঠামো বসানোর কাজ শুরু হয়েছে দু’দিন আগে। চলতি মাসের শেষে বা আগামী মাসের শুরু থেকে এই নতুন সেতুতে গাড়ি চলাচল শুরু করা যাবে বলে আশা করছে বিধাননগর পুলিশ।

গত অগস্ট থেকে ওই সেতু তৈরির কাজ শুরু করেছিল কেএমডিএ। শুক্রবার থেকে খালের উপরেলোহার কাঠামো বসানোর কাজ শুরু হয়েছে। পুলিশ সূত্রের খবর, খালের উপরে সেতুর অংশটি তৈরিকরতে দিন পনেরো সময় লাগতে পারে। তার পরেই খালের দু’পাশে সেতুতে ওঠার রাস্তা তৈরির কাজ শুরু হবে। ওই সেতু ব্যবহার করে সল্টলেকের দিক থেকে গাড়ি সরাসরি ভিআইপি রোডের দক্ষিণদাঁড়িতে পৌঁছতে পারবে।

কেষ্টপুর খালের উপরে ইতিমধ্যে আরও দু’টি এমন সেতু রয়েছে। একটি রয়েছে কেষ্টপুরের মিশন বাজারের কাছে, যেটি দিয়ে রাজারহাট বা নিউ টাউনের দিক থেকে বহু গাড়ি সল্টলেকে যাতায়াত করে। দ্বিতীয়টি রয়েছে লেক টাউনে, ভিআইপি রোড দিয়ে সল্টলেকগামী গাড়িগুলিই শুধু এই সেতু ব্যবহার করতে পারে।

কেএমডিএ সূত্রের খবর, ৪২ মিটার লম্বা ও সাড়ে সাত মিটার চওড়া নতুন বেলি সেতুটি দিয়ে সল্টলেক ও ভিআইপি রোডের মধ্যে গাড়ি যাওয়া-আসা করতে পারবে। বিধাননগর পুলিশ মনে করছে, ওই সেতু চালু হয়ে গেলে ভিআইপি রোডেরউপরে উল্টোডাঙার দিকে যানজট অনেকটাই নিয়ন্ত্রণ করা যাবে। একই সঙ্গে সল্টলেকের পিএনবি মোড় এবং দু’নম্বর গেট সংযোগকারী রাস্তার উপরেও ব্যস্ত সময়ে যানবাহনের চাপ কমলে যানজট অনেকটা কমে যাবে।

বিধাননগরের পুলিশ জানিয়েছে, পাঁচ নম্বর সেক্টর এমনিতেই তথ্যপ্রযুক্তির তালুকে পরিণত। একই সঙ্গে সল্টলেকেও এখন বহু অফিস চলে এসেছে। এর সঙ্গে রয়েছে নিউ টাউন। যে কারণে প্রতিদিন অজস্র গাড়ি এই তিন জায়গায় পৌঁছতে সল্টলেকে যাতায়াত করে। ওই সব গাড়ির অন্যতম যাতায়াতের রাস্তা ভিআইপি রোড। কিন্তু সল্টলেক থেকেভিআইপি রোডে পৌঁছনোর রাস্তাগুলিতে দিনে বা সন্ধ্যার ব্যস্ত সময়ে প্রায়ই যানজট তৈরি হয়। তাই পুলিশ মনে করছে, নতুন বেলি সেতুটি তৈরি হলে সেটি দিয়ে এএ ব্লক থেকে ভিআইপি রোডের সঙ্গেসম্পর্কিত গাড়িগুলিকে চলাচল করানো সম্ভব হবে। ফলে, সল্টলেক বা পাঁচ নম্বর সেক্টরের দিকে যেতে উল্টোডাঙা উড়ালপুল ধরে আর সল্টলেকে ঢুকতে বা বেরোতে হবে না। তাতে উল্টোডাঙা উড়ালপুলের উপরেও গাড়ির চাপ কমবে। একই সঙ্গে সিএ আইল্যান্ডের দিক থেকেও উল্টোডাঙা হয়ে ভিআইপি রোডের দিকে যাওয়া গাড়ির চাপ কমবে। এক ট্র্যাফিক আধিকারিকের কথায়, ‘‘সবটাই ভাবা হয়েছে যানজট কমাতে। সেতু চালু হলে বোঝা যাবে, পরিকল্পনা কতটা বাস্তবায়িত করা যাচ্ছে। কারণ, এই রুটে গাড়ির সংখ্যা প্রতিদিনই বাড়ছে।’’

(এই প্রতিবেদনটি আনন্দবাজার পত্রিকার মুদ্রিত সংস্করণ থেকে নেওয়া হয়েছে)

Kestopur canal construction work Bridge Traffic Congestion

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy