Advertisement
২০ এপ্রিল ২০২৪

তিনটি দুর্ঘটনায় আহত ৩ মহিলা

পুলিশ সূত্রের খবর, ঠাকুরপুকুর বাজারের কাছে এ দিন বিকেল সাড়ে চারটে নাগাদ একটি বেপরোয়া অটো তনুশ্রী গায়েন নামে বছর আটত্রিশের এক তরুণীকে ধাক্কা মারে। শরীরে একাধিক চোট নিয়ে বিদ্যাসাগর স্টেট জেনারেল হাসপাতালে ভর্তি রয়েছেন তরুণী।

নিজস্ব সংবাদদাতা
কলকাতা শেষ আপডেট: ১৭ মার্চ ২০১৯ ০২:১০
Share: Save:

কয়েক ঘণ্টার মধ্যে শহরের বুকে তিনটি দুর্ঘটনা। এই ঘটনাগুলিতে জখম হয়েছেন তিন পথচারী। শনিবার প্রথম ঘটনাটি ঘটে, ডায়মন্ড হারবার রোডে ঠাকুরপুকুর বাজারের কাছে। দ্বিতীয়টি ঘটে বড়বাজার ট্যাক্সি স্ট্যান্ডের সামনে এবং সব শেষেরটি লেক থানা এলাকায় গড়িয়াহাট মোড় এবং যোধপুর পার্ক ফার্স্ট লেনের মোড়ে। তিন জন আহতই হাসপাতালে চিকিৎসাধীন।

পুলিশ সূত্রের খবর, ঠাকুরপুকুর বাজারের কাছে এ দিন বিকেল সাড়ে চারটে নাগাদ একটি বেপরোয়া অটো তনুশ্রী গায়েন নামে বছর আটত্রিশের এক তরুণীকে ধাক্কা মারে। শরীরে একাধিক চোট নিয়ে বিদ্যাসাগর স্টেট জেনারেল হাসপাতালে ভর্তি রয়েছেন তরুণী। পরের ঘটনাটি ঘটেছে বড়বাজারের ব্র্যাবোর্ন রোডের উপরে। একটি গাড়ি রিনা করধর নামে বছর বাষট্টির এক বৃদ্ধাকে ধাক্কা মারে। রিনাদেবীর মাথায় আঘাত লাগে। কলকাতা মেডিক্যাল কলেজ হাসপাতালে তাঁকে ভর্তি করা হয়েছে।

অন্য দিকে, সন্ধ্যা সাড়ে সাতটা নাগাদ গড়িয়াহাট রোড এবং যোধপুর পার্ক ফার্স্ট লেনের মোড়ে ৩৭এ রুটের একটি বেসরকারি বাস বছর ষাটের এক বৃদ্ধাকে ধাক্কা মারে। মুকুন্দপুর এলাকার বাসিন্দা ওই বৃদ্ধার নাম গৌরী দাস। তাঁকে রক্তাক্ত অবস্থায় উদ্ধারের পরে ঢাকুরিয়ার একটি হাসপাতালে ভর্তি করা হয়েছে। তাঁর শরীরে একাধিক চোট লেগেছে। পুলিশ চালক-সহ বাসটি আটক করেছে।

দিল্লি দখলের লড়াই, লোকসভা নির্বাচন ২০১৯

তিনটি দুর্ঘটনাতেই চালকদের বিরুদ্ধে বেপরোয়া গতিতে গাড়ি চালানোর অভিযোগ উঠেছে। দু’টি ঘটনায় চালক-সহ গাড়ি আটক করলেও দ্বিতীয় দুর্ঘটনায় জড়িত গাড়িটির খোঁজ চলছে। খতিয়ে দেখা হচ্ছে সিসি ক্যামেরার ফুটেজ।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

Accident Injury Women
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE