মত্ত অবস্থায় গাড়ি চালানোর প্রতিবাদ করায় মার খেলেন তিন যুবক। শুক্রবার রাতে ঘটনাটি ঘটেছে দক্ষিণ ২৪ পরগনার সোনারপুর থানার সুভাষগ্রামে। আহতদের নাম টোটন ভট্টাচার্য, শুভজিৎ মণ্ডল এবং সত্যজিৎ মণ্ডল।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, স্থানীয় সোনারপুর ব্লক প্রাথমিক হাসপাতালে ভর্তি করানো হয়েছে ওই তিন জনকে। এঁদের মধ্যে সত্যজিতের অবস্থা আশঙ্কাজনক। তাঁকে এম আর বাঙুরে ভর্তি করা হয়েছে। এই ঘটনায় এলাকায় উত্তেজনা ছড়িয়েছে। অভিযুক্তদের বিরুদ্ধে সোনারপুর থানায় অভিযোগ দায়ের করা হয়েছে।
পুলিশের কাছে স্থানীয় বাসিন্দাদারা অভিযোগ করেছেন, প্রায় প্রতি রাতেই সুভাষগ্রাম এলাকার খেলার মাঠে মদের আসর বসে। বাইরে থেকে লোকজন এসে সেই আসরে যোগ দেয়। তাঁদের অভিযোগ, শুক্রবার রাতেও এমনই আসর বসেছিল। মাঠের অন্য প্রান্তে রাস্তার ধারে দাঁড়িয়েছিলেন টোটনএবং শুভজিৎ।
অভিযোগ, ওই আসর থেকে গাড়ি নিয়ে বেরিয়ে যাওয়ার সময়ে বেসামাল অবস্থায় এক যুবক ধাক্কা মারেন টোটনকে। এর প্রতিবাদ করলে গাড়ি থেকে নেমে অন্য সঙ্গীদের নিয়ে টোটন এবং শুভজিতের উপরে চড়াও হন ওই যুবক ও তাঁর সঙ্গীরা। তাঁদের চিৎকারে আশপাশের বাসিন্দারাও ছুটে আসেন। অভিযোগ, তাঁদেরও কয়েক জনকে মারধর করা হয়। সত্যজিতের উপরে মদের বোতল নিয়ে চড়াও হন অভিযুক্তেরা।
এই ঘটনার প্রতিবাদে শনিবার সকালে সোনারপুর থানায় অভিযোগ দায়ের করা হয়েছে। এরই ভিত্তিতে তদন্তে নেমেছে পুলিশ।