Advertisement
E-Paper

কলকাতা পুরসভার উপনির্বাচনে তৃণমূলের জয়, দ্বিতীয় বিজেপি

বিজয়ী অমিত জানিয়েছেন, বেহালা অঞ্চলের মানুষের অভাব-অভিযোগ মেটানোর চেষ্টা করবেন তিনি।

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ১৯ ডিসেম্বর ২০১৮ ১৩:১৭
মেয়র ববি হাকিমের সঙ্গে জয়ের আনন্দে মেতে ওঠেন বিজয়ী প্রার্থী অমিত সিংহ।  —নিজস্ব চিত্র।

মেয়র ববি হাকিমের সঙ্গে জয়ের আনন্দে মেতে ওঠেন বিজয়ী প্রার্থী অমিত সিংহ। —নিজস্ব চিত্র।

বছর দুয়েক পর নিজেদের প্রতিনিধি পেল কলকাতা পুরসভার ১১৭ নম্বর ওয়ার্ড। ওই ওয়ার্ডের উপনির্বাচনে জয়ী হলেন তৃণমূলের প্রার্থী অমিত সিংহ।

বুধবার সকালে ওই ওয়ার্ডের উপনির্বাচনের ফল ঘোষণা করা হয়। তাতে অমিত পেয়েছেন মোট ৭৯২৬টি ভোট। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী বিজেপি-র সোমনাথ বন্দ্যোপাধ্যায়কে ৫৪৮২ ভোটে হারিয়ে জয়লাভ করেন তিনি।

১১৭ নম্বর ওয়ার্ডের মোট ভোটার ১৮৮৯৩। গত রবিবার, ১৬ ডিসেম্বর এই ওয়ার্ডে ভোট গ্রহণ হয়। এই উপনির্বাচনে ভোট পড়েছে ১২০১৫। বছর দুয়েক আগে তৃণমূলেরই শৈলেন দাশগুপ্ত এখানকার কাউন্সিলর ছিলেন। শৈলেনবাবুর মৃত্যুর পর বছর দুয়েক এই ওয়ার্ডে কোনও নির্বাচন হয়নি। ফলে তা কাউন্সিলরহীন হয়েই পড়েছিল।

(ইতিহাসের পাতায় আজকের তারিখ, দেখতে ক্লিক করুন— ফিরে দেখা এই দিন।)

ফল ঘোষণার পর দেখা যায় ত্রিমুখী এই লড়াইয়ে বিজেপি-র পরে তৃতীয় স্থানে রয়েছেন সিপিএম প্রার্থী অমিতাভ কর্মকার। তাঁর প্রাপ্ত ভোট ১০১১।

এ দিন জয়ের খবর ঘোষণা হওয়ামাত্র উৎসবে মেতে ওঠেন বেহালা অঞ্চলের তৃণমূলের কর্মী-সমর্থকেরা। সকাল থেকেই এলাকায় আবিরখেলায় মেতে ওঠেন তাঁরা। একে অপরকে সবুজ আবির মাখিয়ে এই জয় উদ্‌যাপন করেন তাঁরা। জয়ের আনন্দে মেতে ওঠেন মেয়র ববি হাকিমও।

এই জয়ের পর স্বাভাবিক ভাবেই উচ্ছ্বসিত অমিত। এ দিন তিনি বলেন, “মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এই কেন্দ্রের জন্য আমাকে যোগ্য প্রার্থী বলে মনে করেছেন বলেই এখান থেকে ভোটে দাঁড়াতে পেরেছি।” সেই সঙ্গে তিনি আরও বলেন, “গত বারের তুলনায় এ বার বিজেপি-র ভোটের ব্যবধান কমেছে।”

বিজয়ী অমিত জানিয়েছেন, বেহালা অঞ্চলের মানুষের অভাব-অভিযোগ মেটানোর চেষ্টা করবেন তিনি। তাঁর কথায়, “পুরসভার মেয়র ববি হাকিমের নেতৃত্বে এলাকার মানুষের কাজে ঝাঁপিয়ে পড়ব। তাঁদের অভাব-অভিযোগ অগ্রাধিকার পাবে।”

কলকাতা পুরসভার মেয়র পারিষদ তারক সিংহের ছেলে অমিত। পাশের ১১৬ নম্বর ওয়ার্ডের কাউন্সিলরও তারক। ছেলের এই জয়ে তিনিও উচ্ছ্বসিত।

(কলকাতা শহরের রোজকার ঘটনার বাছাই করাবাংলা খবরপড়তে চোখ রাখুন আমাদেরকলকাতাবিভাগে।)

KMC Election TMC BJP Bypoll Election
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy