নভেল করোনা ভাইরাসের সংক্রমণের কারণে থমকে গিয়েছিল নির্বাচন প্রক্রিয়া। তারপর বিষয়টি আদালতে পৌঁছে যাওয়ায় আর সমবায় ভোট করা সম্ভব হয়নি। কিন্তু রবিবার ১০ বছর পর নির্বাচন হল ক্যালকাটা ট্রামওয়েজ ক্রেডিট সোসাইটিতে। ত্রিমুখী লড়াইয়ে এক তরফা ভাবে ৪৪টি আসনেই জয় পেল শাসক তৃণমূল সমর্থিত প্যানেলের সদস্যরা। এই ভোটে পশ্চিমবঙ্গ রাজ্য সরকারি কর্মচারী ফেডারেশন ছাড়াও প্রার্থী দিয়েছিল সিপিএম সমর্থিত শ্রমিক সংগঠন সিটু এবং নির্দল প্রতিনিধিরা। ত্রিমুখী এই লড়াইয়ে বাকি দুই শিবিরকে ধরাশায়ী করে সবকটি আসনে জয়ী হয় তৃণমূলের ইউনিয়ন।
রবিবার সকাল থেকে দক্ষিণ কলকাতার পাঁচটি জায়গায় এই সমবায় নির্বাচন হয়। যোগেশ মাইম প্রেক্ষাগৃহে ২৬টি আসন ছাড়াও দক্ষিণ কলকাতার বিভিন্ন স্কুলে ছড়িয়ে ছিটিয়ে আরও ১৮টি আসনে ভোট হয়। বিকেলের পর ভোট গণনার পর দেখা যায়, সব আসনেই জয়ী হয়েছেন শাসক শিবির সমর্থিত কর্মী ইউনিয়নের সদস্যেরা।
সংগঠনের সহসভাপতি তথা জয়ী সদস্য পার্থ চক্রবর্তী বলেন, ‘‘করোনা সংক্রমণ এবং আদালতের কারণে গত ১০ বছর ভোট করা যায়নি। কিন্তু এত বছর পর আবার সুষ্ঠু ভাবে ভোট হওয়ার পর ভোটাররা আমাদের ওপর ফের আস্থা রেখেছেন। তাদের কাছে আমরা কৃতজ্ঞ। তাদের আস্থার মর্যাদা দেওয়াই আমাদের কাছে বড় পরীক্ষা।’’ সমবায়ের মোট ১০৪৪ জন ভোটারের মধ্যে ভোটদান করেছেন ৬০০ বেশি ভোটার।
আরও পড়ুন:
thyhh