Advertisement
E-Paper

পুর আমন্ত্রণপত্রে তৃণমূলের প্রতীক

রবিবার পুরসভার ২০ নম্বর ওয়ার্ডের অন্তর্গত সারদা পল্লিতে নবনির্মিত পুকুর ঘাটের উদ্বোধন ছিল। সেই অনুষ্ঠানের জন্য কাউন্সিলর-সহ বিশিষ্টদের আমন্ত্রণপত্র বিলি করা হয়। আমন্ত্রণপত্রের ভিতরের অংশে দলীয় পতাকার প্রতীকের উপরে লেখা রয়েছে অনুষ্ঠানে উপস্থিত থাকার আর্জি।

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ০৪ মার্চ ২০১৯ ০৩:২৭
সেই আমন্ত্রণপত্র। নিজস্ব চিত্র

সেই আমন্ত্রণপত্র। নিজস্ব চিত্র

পুরসভার অনুষ্ঠানের আমন্ত্রণপত্রে তৃণমূলের দলীয় প্রতীক ব্যবহার করে বিতর্কে জড়াল দক্ষিণ দমদম পুরসভা।

রবিবার পুরসভার ২০ নম্বর ওয়ার্ডের অন্তর্গত সারদা পল্লিতে নবনির্মিত পুকুর ঘাটের উদ্বোধন ছিল। সেই অনুষ্ঠানের জন্য কাউন্সিলর-সহ বিশিষ্টদের আমন্ত্রণপত্র বিলি করা হয়। আমন্ত্রণপত্রের ভিতরের অংশে দলীয় পতাকার প্রতীকের উপরে লেখা রয়েছে অনুষ্ঠানে উপস্থিত থাকার আর্জি। পিছনের পাতাতেও দলীয় প্রতীক। আমন্ত্রণপত্রের নীচে সই রয়েছে পুরসভার এগ্‌জিকিউটিভ অফিসার প্রণব সাঙ্গুইয়ের। স্বাভাবিক ভাবেই সরকারি আধিকারিকের নাম যেখানে ব্যবহার করা হচ্ছে, সেই আমন্ত্রণপত্রে কেন দলীয় প্রতীক ব্যবহার করা হল, তা নিয়ে প্রশ্ন উঠেছে।

অভিযোগ, ২০ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর তুহিনা মজুমদারের মৃত্যুর চার বছর পরেও উপনির্বাচন করানোর জন্য তৎপর হননি পুর কর্তৃপক্ষ। ৩১ নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলর অরূপ হাজরা প্রায় পাঁচ বছর ধরে ওই ওয়ার্ডের ভারপ্রাপ্ত। আমন্ত্রণপত্র নিয়ে তাঁর সঙ্গে যোগাযোগ করা হলে মোবাইল বন্ধ পাওয়া গিয়েছে।

স্থানীয় তৃণমূল সূত্রের খবর, এ দিনের অনুষ্ঠানের দায়িত্বে ছিলেন তৃণমূলকর্মী রাজা সাউ। পুরসভার আমন্ত্রণপত্রে দলীয় পতাকার ব্যবহার প্রসঙ্গে তিনি প্রথমে বলেন, ‘‘ছাপার ভুল।’’ কিন্তু আমন্ত্রণপত্র বিলি করার সময়ে ছাপার ভুল চোখে পড়ল না? এ বার রাজার বক্তব্য, ‘‘আমন্ত্রণপত্রে ঠিক কী ত্রুটি রয়েছে, দেখে বলতে হবে।’’ এ দিনের অনুষ্ঠানে উচ্চ মাধ্যমিক চলাকালীন মাইক বাজানোর অভিযোগও উঠেছে। এ বিষয়ে রাজা বলেন, ‘‘বিধায়ক সুজিত বসু উপস্থিত থেকে মাইক নিয়ে সতর্ক করেছেন। দ্রুত অনুষ্ঠান শেষ করে দিয়েছি। আমন্ত্রণপত্রের ত্রুটি নজর করিনি।’’

বিতর্কের মুখে কোনও মন্তব্য করতে চাননি এগজিকিউটিভ অফিসার প্রণববাবু। আর পুরপ্রধান বলেন, ‘‘আমি তো আমন্ত্রণপত্র দেখিনি। তাই কিছু বলতে পারব না।’’

Controversy South Dumdum Municipality TMC
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy