মাঝেরহাট সেতু ভেঙে পড়ার পরে অস্থায়ী ভাবে তৈরি বেলি ব্রিজের উপর দিয়ে যান চলাচলে পরিবর্তন আনতে চলেছে কলকাতা ট্র্যাফিক পুলিশ। ওই এলাকার যান চলাচল স্বাভাবিক রাখার লক্ষ্যেই এই পরিবর্তন করছে ট্র্যাফিক পুলিশ।
লালবাজার সূত্রের খবর, মঙ্গলবার থেকে বেলি ব্রিজে ‘টাইডাল’ পদ্ধতিতে গাড়ি চলবে। গত ১২ অক্টোবর যান চলাচলের জন্য বেলি ব্রিজ খুলে দেওয়ার পর থেকে মাঝেরহাটে বিকল্প হিসাবে সেটি কাজ করছিল। বেলি ব্রিজ এবং লেভেল ক্রসিং দিয়ে এত দিন শুধু নিউ আলিপুর থেকে আলিপুরের দিকে গাড়ি চলাচল করতে পারত। আগামী মঙ্গলবার থেকে বদলাচ্ছে সেই নিয়ম।
লালবাজার সূত্রের খবর, মঙ্গলবার থেকে এই ব্রিজ দিয়ে দু’দফায় দু’ভাবে গাড়ি চালানো হবে। এ বিষয়ে একটি বিজ্ঞপ্তিও জারি করেছে কলকাতা ট্র্যাফিক পুলিশ। ওই বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, এ বার সকাল ৬টা থেকে দুপুর ১টা পর্যন্ত বেলি ব্রিজ দিয়ে উত্তরমুখী গাড়ি চলাচল করবে। অর্থাৎ সেই সময়ে তারাতলা থেকে গাড়ি এন আর অ্যাভিনিউ থেকে বেলি ব্রিজ হয়ে আলিপুর রোডের দিকে যাবে। দুপুর ১টার পরে গাড়ি দক্ষিণমুখী যাবে, অর্থাৎ আলিপুর রো়ড হয়ে গাড়িগুলি বেইলি ব্রিজ- এন আর অ্যাভিনিউ হয়ে তারাতলার দিকে যাবে। দুপুর ১টার পর থেকে রাত ১০টা পর্যন্ত বেহালার দিক থেকে আসা সব গাড়িকে উড়ালপুলের নিচের রাস্তা দিয়ে তারাতলা মোড়ে আসতে হবে।