মদ খেয়ে গাড়ি চালাচ্ছিলেন তিন যুবক। নাকা তল্লাশির সময় তাঁদের পথ আটকানোয় কর্তব্যরত ট্রাফিক সার্জেন্টকেই মারধরের অভিযোগ উঠল মুচিপাড়ায়! দিন কয়েক আগের ওই ঘটনায় ইতিমধ্যেই তিন জনকে গ্রেফতার করা হয়েছে। ধৃতদের আদালতে হাজির করিয়ে পাঠানো হয়েছে বিচারবিভাগীয় হেফাজতে। ঘটনাচক্রে, এর পরেই এলাকায় বসেছে ১১৭টি সিসিটিভি ক্যামেরা।
ঘটনাটি ঘটে কয়েক দিন আগে। রাতের বেলা মত্ত অবস্থায় গাড়ি চালাচ্ছিলেন তিন যুবক। তখনই তাঁদের পথ আটকান এক ট্রাফিক সার্জেন্ট। অভিযোগ, এর পরেই তিন যুবক মিলে ওই ট্রাফিক সার্জেন্টের উপর চড়াও হন। তাঁকে মারধরও করা হয় বলে অভিযোগ। তার পর এলাকা ছেড়ে চম্পট দেন অভিযুক্তেরা। তদন্তে নেমে গাড়ির নম্বরের সূত্র ধরে বৃহস্পতিবারই তিন জনকে গ্রেফতার করে পুলিশ। পুলিশ সূত্রে জানা গিয়েছে, ধৃতদের নাম কৃষ্ণকুমার ঠাকুর, সঞ্জয় রায় এবং সন্তু মণ্ডল। শুক্রবার তাঁদের আদালতে হাজির করিয়ে আগামী ৩ জুন পর্যন্ত বিচারবিভাগীয় হেফাজতে পাঠানো হয়েছে।
আরও পড়ুন:
ঘটনাচক্রে, শুক্রবার কলকাতা পুরসভার ৪৯ নম্বর ওয়ার্ডে ১১৭টি সিসিটিভি ক্যামেরা বসানো হয়েছে। মুচিপাড়া থানা এলাকায় সিসিটিভি ক্যামেরাগুলির উদ্বোধনে উপস্থিত ছিলেন মেয়র ফিরহাদ হাকিম, সাংসদ সুদীপ বন্দ্যোপাধ্যায়, উপ-মেয়র অতীন ঘোষ, এলাকার বিধায়ক নয়না বন্দ্যোপাধ্যায়, প্রমুখেরা। ২০ লক্ষ টাকা ব্যয়ে এলাকার বিভিন্ন গুরুত্বপূর্ণ অঞ্চলে মোট ১১৭টি সিসিটিভি বসানো হয়েছে। এলাকায় নজরদারি বৃদ্ধি করা এবং এলাকাবাসী ও পথচারীদের সুরক্ষা নিশ্চিত করাই এই উদ্যোগের লক্ষ্য।