গ্রিন করিডরে অঙ্গ এনেও বাঁচানো গেল না রোগীদের। শনিবার সকালে এসএসকেএমে লিভার এবং কিডনি প্রতিস্থাপন করা দুই রোগীই মারা গেলেন। মৃতেরা হলেন মধুমিতা বিশ্বাস এবং শচীন্দ্রনাথ মিশ্র।
চিকিৎসকেরা জানিয়েছেন, গ্রিন করিডরের মাধ্যমে ঠিক সময়ে বা দ্রুত অঙ্গ প্রতিস্থাপন করা গেলেও তাঁদের দেহে জটিলতা তৈরি হয়। তার ফলেই মৃত্যু হয় তাঁদের।
আরও পড়ুন: ‘বিশ্ববাংলা’ সামাল দিতে আসরে অত্রিও
শুক্রবার গ্রিন করিডর তৈরি করে ইএম বাইপাসের একটি বেসরকারি হাসপাতাল থেকে মাত্র ১২ মিনিটে দাতার একটি কিডনি এবং লিভার নিয়ে আসা হয় এসএসকেএমে। ওই বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন দাতা কল্যাণী সরকার। শুক্রবার চিকিৎসকেরা তাঁর ‘ব্রেন ডেথ’ ঘোষণা করেন। এর পরই পরিবারের অনুমতি নিয়ে অঙ্গ প্রতিস্থাপনের কাজ শুরু হয়। কল্যাণীদেবীর একটি কিডনি দেওয়া হয় এসএসকেএমে চিকিৎসাধীন মধুমিতা বিশ্বাসকে এবং লিভার দেওয়া হয়ে শচীন্দ্রনাথ মিশ্রকে। দাতার অন্য একটি কিডনি দেওয়া হয় ওই বেসরকারি হাসাপাতালেই চিকিৎসাধীন এক রোগীকে। মধুমিতা এবং শচীন্দ্রনাথ মারা গেলেও ওই বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন কিডনি গ্রহীতার শারীরিক অবস্থা স্থিতিশীল বলে জানা গিয়েছে।