ব্লু লাইনে মেট্রোর সামনে আবার ঝাঁপ দিয়ে আত্মহত্যার চেষ্টা করলেন এক ব্যক্তি। তার জেরে মঙ্গলবার সন্ধ্যায় ব্যস্ত সময়ে ভাঙা পথে চলে মেট্রো। কর্তৃপক্ষের সূত্রে জানা গিয়েছে, প্রায় আধ ঘণ্টা শুধু টালিগঞ্জে মহানায়ক উত্তম কুমার স্টেশন থেকে দক্ষিণেশ্বর পর্যন্ত চলে মেট্রো। এর ফলে বিপাকে পড়েন যাত্রীরা। সন্ধ্যা ৭টা ৯ মিনিট নাগাদ আবার স্বাভাবিক হয় মেট্রো পরিষেবা।
মেট্রো সূত্রে জানা গিয়েছে, মঙ্গলবার সন্ধ্যা ৬টা ৩৫ মিনিট নাগাদ মাস্টারদা সূর্য সেন স্টেশনে এক ব্যক্তি আত্মহত্যার চেষ্টা করেন। তার পরেই মহানায়ক উত্তম কুমার থেকে ব্লু লাইনের প্রান্তিক স্টেশন ক্ষুদিরাম পর্যন্ত বন্ধ হয়ে যায় মেট্রো চলাচল। ভাঙা পথে শুরু হয় মেট্রো চলাচল। প্রায় আধ ঘণ্টা সে ভাবে চলার পরে স্বাভাবিক হয় পরিষেবা।
আরও পড়ুন:
সন্ধ্যার এই সময়ে অফিস, কলেজ থেকে নিত্যযাত্রীরা বাড়ি ফেরেন। মেট্রো ভাঙা পথে চলাচল করায় বিপাকে পড়েন নিত্যযাত্রীরা। দক্ষিণ শহরতলির যাত্রীদের টালিগঞ্জে নেমে যেতে হয়। সেখান থেকে সড়কপথে গন্তব্যের উদ্দেশে রওনা দেন তারা।