Advertisement
E-Paper

অঘটনের দুই ছবি

ভিআইপি রোডে বিমানবন্দর যাওয়ার উড়ালপুলে বেপরোয়া গতিতে মোড় ঘুরতে গিয়ে উল্টে যায় গাড়ি। কেউ অবশ্য জখম হননি।

শেষ আপডেট: ১৮ জুন ২০১৫ ০০:০৩
ছবি: স্নেহাশিস ভট্টাচার্য।

ছবি: স্নেহাশিস ভট্টাচার্য।

বুধবার শহরের পথে অঘটনের দুই ছবি। (বাঁ দিকে) ভিআইপি রোডে বিমানবন্দর যাওয়ার উড়ালপুলে বেপরোয়া গতিতে মোড় ঘুরতে গিয়ে উল্টে যায় এই গাড়িটি। কেউ অবশ্য জখম হননি। পরে পুলিশ ও স্থানীয়দের চেষ্টায় গাড়িটি তুলে থানায় নিয়ে যাওয়া হয়। (নীচে) রানি রাসমণি অ্যাভিনিউয়ে দাঁড়িয়ে থাকা ধর্মতলা-নুরপুর রুটের এই বাসটিতে দুপুরে হঠাৎ আগুন লেগে যায়। তখন বাসে ১০-১৫ জন যাত্রী ছিলেন। তবে কেউ হতাহত হননি। রাস্তায় দাঁড়িয়ে থাকা পানীয় জলের গাড়ি থেকে জল নিয়ে আগুন নেভানোর কাজে প্রথমে হাত লাগান অন্য বাসের কর্মী ও দোকানদারেরা। পরে আসে দমকলের দু’টি ইঞ্জিন। দমকলের অনুমান, ব্যাটারির শর্ট সার্কিট থেকে এই বিপত্তি।

accident Two accident Airport VIP road
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy