Advertisement
০৭ মে ২০২৪

ভ্রমণের নামে প্রতারণা

অভিযোগকারীর দাবি, তিনি সপরিবার সিঙ্গাপুর ভ্রমণ করতে যোগাযোগ করেছিলেন। সেই বাবদ ছয় লক্ষ দশ হাজার টাকা ওই দু’জনকে দিয়েছিলেন।

প্রতীকী ছবি।

প্রতীকী ছবি।

নিজস্ব সংবাদদাতা
কলকাতা শেষ আপডেট: ২৮ জুলাই ২০১৯ ০২:৩২
Share: Save:

বিদেশে ভ্রমণ করানোর নামে আর্থিক প্রতারণার অভিযোগে শুক্রবার দুই ব্যক্তিকে গ্রেফতার করল বিধাননগর পুলিশ। ধৃতদের নাম অভিষেক দাস ও সুদীপ্ত কর্মকার।

পুলিশ জানায়, ধৃতদের বিরুদ্ধে লেকটাউন থানায় অভিযোগ দায়ের করেছিলেন এক ব্যক্তি। অভিষেক ও সুদীপ্ত সেখানে একটি অফিস খুলেছিলেন। অভিযোগকারীর দাবি, তিনি সপরিবার সিঙ্গাপুর ভ্রমণ করতে যোগাযোগ করেছিলেন। সেই বাবদ ছয় লক্ষ দশ হাজার টাকা ওই দু’জনকে দিয়েছিলেন। পাসপোর্ট এবং অন্য নথিও জমা দিয়েছিলেন। কিন্তু বিদেশে ভ্রমণের কোনও ব্যবস্থাই করেননি অভিযুক্তেরা। অভিযোগ, বারবার চাওয়ার পরেও টাকা ফেরত মেলেনি। উল্টে মিলেছে হুমকি। নথিও ফেরত দেননি অভিযুক্তেরা।

অভিযোগকারী জানিয়েছেন, টাকা ও নথি ফেরত চাইতে গিয়ে তাঁরা বুঝতে পারেন, অভিষেক ও সুদীপ্ত নিজেদের অফিস থেকে আসবাবপত্র ও অন্য জিনিস নিয়ে পালানোর চেষ্টা করছেন। এর পরেই পুলিশের কাছে যান তিনি। ওই দু’জনকে জিজ্ঞাসাবাদ করে তাঁদের কথায় অসঙ্গতি পান তদন্তকারীরা। এর পরেই তাঁদের গ্রেফতার করা হয়।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

Fraud Police Crime
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE