Advertisement
০৪ মে ২০২৪
State news

একই দিনে দু’বার মেট্রোর লাইনে ঝাঁপ, তুমুল ভোগান্তি যাত্রীদের

রবিবার একই দিনে দু’বার মেট্রোয় আত্মহত্যায় চেষ্টা করলেন দু’জন ব্যক্তি। তার জেরে দীর্ঘ ক্ষণ মেট্রো বন্ধ থাকায় চূড়ান্ত হয়রানির শিকার হন যাত্রীরা। প্রথম আত্মহত্যার চেষ্টার ঘটনাটি ঘটে এসপ্লানেড স্টেশনে।

ফাইল চিত্র।

ফাইল চিত্র।

নিজস্ব সংবাদদাতা
শেষ আপডেট: ০২ এপ্রিল ২০১৭ ১৯:১২
Share: Save:

রবিবার একই দিনে দু’বার মেট্রোয় আত্মহত্যায় চেষ্টা করলেন দু’জন ব্যক্তি। তার জেরে দীর্ঘ ক্ষণ মেট্রো বন্ধ থাকায় চূড়ান্ত হয়রানির শিকার হন যাত্রীরা। প্রথম আত্মহত্যার চেষ্টার ঘটনাটি ঘটে এসপ্ল্যানেড স্টেশনে।

ছুটির দিনে বিকেল সাড়ে ৩টের মেট্রো। বেশ ভিড়। তখন সবে মাত্র এসপ্ল্যানেড স্টেশনে ঢুকছিল ট্রেন, নামার জন্য অনেকেই দরজার সামনে দাঁড়িয়ে। হঠাৎই এক আর্ত চিৎকার। প্ল্যাটফর্মে ঢোকার আগেই থেমে যায় ট্রেন। মেট্রোর তরফে ঘোষণা করা হয়, এসপ্ল্যানেড স্টেশনের আপ লাইনে এক ব্যক্তি আত্মহত্যার চেষ্টা করেছেন। যাত্রীরা প্রত্যেকেই মেট্রোর মধ্যে আটকে পড়েন। আপ এবং ডাউন লাইনে বেশ কিছু ক্ষণের জন্য বন্ধ হয়ে যায় মেট্রো চলাচল। মেট্রোর দরজা না খোলায় গরমে নাকাল হতে হয় যাত্রীদের। পরে পুলিশ এসে বছর ৪৫-য়ের ওই ব্যক্তিকে আশঙ্কাজনক অবস্থায় ট্রেন লাইন থেকে উদ্ধার করে। এসএসকেএম হাসপাতালে তাঁর চিকিৎসা চলছে বলে মেট্রো তরফে জানানো হয়েছে।

আরও পড়ুন: অপহরণের গল্প, পালিয়েও উদ্ধার

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

Kolkata metro Metro Suicide
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE