ঝোপ থেকে উদ্ধার হল এক যুবকের মৃতদেহ। বুধবার সকালে ঘটনাটি ঘটেছে ময়দান থানা এলাকার হেস্টিংস মাজারে। মৃতের নাম শেখ মুন্না (২৫)। তিনি পেশায় ঘোড়ার গাড়ির চালক ছিলেন। পুলিশ সূত্রে জানা গিয়েছে, মঙ্গলবার রাতে খাওয়াদাওয়ার পরে বেরিয়ে আর ফেরেননি তিনি। বুধবার বাড়ির কাছেই একটি ঝোপে মেলে তাঁর দেহ। মৃতদেহে বাইরে থেকে কোনও আঘাতের চিহ্ন পাওয়া যায়নি। তবে নাক এবং মুখ থেকে রক্ত বেরোনোর চিহ্ন মিলেছে। বুধবার সন্ধ্যায় মুন্নার মা বিবিরান বেওয়া ময়দান থানায় দুই যুবকের নামে খুনের অভিযোগ দায়ের করেন।
অন্য দিকে, মঙ্গলবার রাতে বেহালার মনমোহন পার্কের একটি পুকুর থেকে উদ্ধার করা হয় এক অজ্ঞাতপরিচয় ব্যক্তির দেহ। বিদ্যাসাগর হাসপাতালে নিয়ে যাওয়া হলে ওই ব্যক্তিকে মৃত ঘোষণা করেন চিকিৎসকেরা। প্রাথমিক তদন্তে পুলিশের অনুমান, পুকুরে পড়ে গিয়েই ওই ব্যক্তির মৃত্যু হয়েছে। দেহটি ময়না-তদন্তের জন্য পাঠানো হয়েছে।