পড়ে গিয়ে মাথায় গুরুতর চোট লেগেছিল কসবার রিমা মুখোপাধ্যায়ের। হাসপাতালে ভর্তি করা হলেও অবস্থার উন্নতি হচ্ছিল না ৬৪ বছরের প্রৌঢ়ার। তাই রিমাদেবীর ‘ব্রেন ডেথ’ ঘোষণার পরে পরিবারের অনুমতি নিয়ে মঙ্গলবার মুকুন্দপুরের একটি বেসরকারি হাসপাতালে তাঁর দু’টি কিডনি প্রতিস্থাপন করা হল ৪১ বছরের সৌগত রায়চৌধুরীর শরীরে। চিকিৎসকেরা জানিয়েছেন, গ্রহীতার অবস্থা স্থিতিশীল। তবে তাঁকে ৭২ ঘণ্টা বিশেষ পর্যবেক্ষণে রাখা হয়েছে। সংক্রমণের ঝুঁকি এড়াতে বিশেষ ব্যবস্থা নেওয়া হয়েছে।
কয়েক সপ্তাহ হাসপাতালে থাকার পরেও রিমাদেবী চিকিৎসায় সাড়া না দেওয়ায় স্বাস্থ্য দফতর তাঁর ‘ব্রেন ডেথ’ ঘোষণার সিদ্ধান্ত নিয়েছিল। এর পরেই রিজিওন্যাল অরগ্যান অ্যান্ড টিস্যু ট্রান্সপ্লান্ট (রোটো)-এর তরফে গ্রহীতা নির্বাচন করা হয়। প্রাথমিক ভাবে পটনার এক গ্রহীতার শরীরে রিমাদেবীর লিভার প্রতিস্থাপন করার কথা ভাবা হলেও পরে ওই অঙ্গের কার্যকারিতা নিয়ে প্রশ্ন থাকায় তা বাতিল করা হয়। তবে রিমাদেবীর কিডনি দান করার সিদ্ধান্ত নেয় তাঁর পরিবার।
আর এন টেগোর হাসপাতাল সূত্রের খবর, এ দিন রাতে নেফ্রোলজিস্ট প্রতীক দাস ও প্রতিস্থাপক শল্য চিকিৎসক তাপসকুমার সাহার তত্ত্বাবধানে ওই হাসপাতালেই চিকিৎসাধীন সৌগতবাবুর শরীরে কিডনি প্রতিস্থাপন করা হয়। চিকিৎসকেরা জানিয়েছেন, দাতার বয়স ষাটের বেশি হওয়ায় তাঁর কিডনির কার্যকারিতা তুলনায় কম ছিল। তাই তাঁর দু’টি কিডনিই গ্রহীতার দেহে প্রতিস্থাপন করা হয়েছে।