তপসিয়ায় দারাপাড়ায় গোলমাল ও বোমাবাজির ঘটনায় আরও পাঁচ জনকে গ্রেফতার করল পুলিশ। তাদের মধ্যে দু’জন সম্পর্কে বাবা ও ছেলে। তারা শাসকদলের নেতা হিসাবে এলাকায় পরিচিত। ওই দু’জনের নাম শেখ আলম এবং তাবরেজ আলম। রবিবার উত্তর পঞ্চান্নগ্রাম থেকে ওই পাঁচ অভিযুক্তকে গ্রেফতার করা হয়। ধৃতদের কাছ থেকে ধারালো অস্ত্র উদ্ধার করা হয়েছে। শাসকদলের নেতা বাবা-ছেলেকে গ্রেফতার করেছেন লালবাজারের গুন্ডা দমন শাখার গোয়েন্দারা। বাকি তিন অভিযুক্তকে গ্রেফতার করেছে স্থানীয় তপসিয়া থানার পুলিশ। সোমবার ধৃত পাঁচ জনকে ৩০ অগস্ট পর্যন্ত পুলিশি হেফাজতে পাঠিয়েছে শিয়ালদহ আদালত। এর আগে এই ঘটনায় ২৩ জন অভিযুক্তকে গ্রেফতার করেছে পুলিশ।
উল্লেখ্য, গত সপ্তাহে পর পর বেশ কয়েক দিন তৃণমূলের দুই গোষ্ঠীর মধ্যে সংঘর্ষ ঘিরে উত্তপ্ত হয়ে উঠেছিল তপসিয়ার দারাপাড়া এলাকা। স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, এলাকা দখলকে কেন্দ্র করে ওই গোলমাল হয়। বোমাবাজি-ভাঙচুর চলে। জখম হন উভয় পক্ষের বেশ কয়েক জন।
এই ঘটনায় এর আগে যে ২৩ জনকে পুলিশ ধরেছে, তাদের মধ্যে রয়েছে শেখ আলমের ভাই জুম্মন। অভিযোগ, এলাকা দখল ঘিরে শাসকদলের স্থানীয় নেতা রহমতের সঙ্গে জুম্মনের বিবাদকে কেন্দ্র করে এর আগেও বার বার উত্তপ্ত হয়ে উঠেছে দারাপাড়া এলাকা। রহমতের খোঁজে তল্লাশি চালাচ্ছে পুলিশ।
এই খবরটি পড়ার জন্য সাবস্ক্রাইব করুন
5,148
1,999
429
169
(এই প্রতিবেদনটি আনন্দবাজার পত্রিকার মুদ্রিত সংস্করণ থেকে নেওয়া হয়েছে)