Advertisement
২৫ এপ্রিল ২০২৪

নতুন দুই থানা নিউ টাউনে

নিউ টাউনের তিনটি অ্যাকশন এরিয়া এবং রাজারহাট পঞ্চায়েত এলাকার কয়েকটি অংশকে মাথায় রেখে তিনটি থানার এলাকা বিভাজন করা হয়েছে।

প্রতীকী ছবি।

প্রতীকী ছবি।

নিজস্ব সংবাদদাতা
কলকাতা শেষ আপডেট: ৩০ নভেম্বর ২০১৯ ০১:০৫
Share: Save:

নিউ টাউনে আইন-শৃঙ্খলা এবং যানশাসনের উন্নয়নের দিকে লক্ষ্য রেখে চালু হল আরও দু’টি থানা। এই নিয়ে নিউ টাউনে সল্টলেকের ধাঁচে তিনটি থানা চালু হল।

নিউ টাউনের তিনটি অ্যাকশন এরিয়া এবং রাজারহাট পঞ্চায়েত এলাকার কয়েকটি অংশকে মাথায় রেখে তিনটি থানার এলাকা বিভাজন করা হয়েছে। পুলিশ সূত্রে খবর, নিউ টাউন থানার আওতায় থাকছে হাতিয়াড়ার কিছু এলাকা, চণ্ডীবেড়িয়া, মহিষবাথানের একাংশ, থাকদাঁড়ি, মহিষগোট, তারুলিয়া, শুলংগড়ির একাংশ এবং ঘুনির একটি অংশ। ইকো পার্ক থানার এলাকায় রায়গাছি, রেকজোয়ানি, হাতিয়াড়ার একাংশ, শুলংগড়ির একাংশ, ঘুনির কয়েকটি এলাকা, যাত্রাগাছি এবং কদমপুকুর এলাকার কয়েকটি অংশ। টেকনো সিটি থানার আওতায় পড়ছে কদমপুকুরের একটি অংশ, চক পাচুরিয়া, বালিগড়ি, ছাপনা, পাথরঘাটা এবং আকন্দকেশরী।

পুলিশ সূত্রের খবর, তিনটি থানা ভাগ হওয়ার ফলে আইন-শৃঙ্খলা এবং যানশাসন ব্যাবস্থা সুদৃঢ় করা সম্ভব হবে। নতুন দু’টি থানায় প্রায় ৩০ জন পুলিশকর্মীকে নিযুক্ত করা হচ্ছে বলে পুলিশ সূত্রের খবর।

বাসিন্দাদের একটি অংশের কথায়, নিউ টাউনে লোকবসতি ও গাড়ির চাপ বাড়ছে। পাশাপাশি, এলাকায় গোষ্ঠীদ্বন্দ্ব থেকে রাজনৈতিক বিবাদ, নির্জন রাস্তায় ছিনতাইয়ের মতো ঘটনাও ঘটেছে। নতুন থানা হওয়ার ফলে পুলিশি নজরদারি বাড়বে বলেই আশা করছেন স্থানীয় বাসিন্দারা।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

Kolkata Police New Town Police Station
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE