কলকাতা বিশ্ববিদ্যালয়ের অধীনস্থ কলেজগুলিতে স্নাতক স্তরে চার এবং তিন বছরের পাঠক্রমে আলাদা করে পড়ুয়া ভর্তি নেওয়ার দিকে এগোচ্ছেন কর্তৃপক্ষ। গত বছর পর্যন্ত অনার্স এবং জেনারেলে ভর্তি আলাদা করে নেওয়া হত। কিন্তু এ বার প্রশ্ন উঠেছিল, জাতীয় শিক্ষানীতি অনুযায়ী সকলকে চার বছরের পাঠক্রমে ভর্তি নেওয়া হলে তো পড়ুয়ারা সুবিচার পাবেন না। এর পরেই দু’রকম প্রক্রিয়ায় ভর্তির ব্যবস্থা রাখা হবে বলে স্থির হয়।
সম্প্রতি রাজ্য উচ্চশিক্ষা সংসদের বৈঠকে কলকাতা বিশ্ববিদ্যালয়ের প্রতিনিধি জানান, তাঁরা চার বছরের পাঠক্রমে সব পড়ুয়াকে ভর্তি নিতে চাইছেন। তিন বছর শেষে বেরিয়ে যাওয়ার ব্যবস্থাও থাকবে। তা নিয়ে অধ্যক্ষেরা আপত্তি জানান। তাঁদের একাংশের মত, স্নাতক স্তরে অনার্সের তুলনায় অনেক বেশি পড়ুয়া ভর্তি হন জেনারেলে। চার বছরের পাঠক্রমে পৃথক ক্লাস করা সম্ভব নয়। সূত্রের খবর, সব দিক দেখে তিন বছর এবং চার বছরের পাঠক্রমে ভর্তি নেওয়ার দিকেই এগোচ্ছে কলকাতা।
এই খবরটি পড়ার জন্য সাবস্ক্রাইব করুন
5,148
1,999
429
169
(এই প্রতিবেদনটি আনন্দবাজার পত্রিকার মুদ্রিত সংস্করণ থেকে নেওয়া হয়েছে)