E-Paper

বাড়তি স্বাচ্ছন্দ্যে শহর থেকে শীঘ্রই দুই বিদেশি উড়ান সংস্থার পরিষেবা

দূরপাল্লার স্বাচ্ছন্দ্যযুক্ত উড়ানের যাত্রী না থাকায় লন্ডন বা নিউ ইয়র্কের মতো শহরের সঙ্গে কলকাতার সরাসরি উড়ান চালানোর ক্ষেত্রে আগ্রহী সংস্থা মিলছে না বলেও অভিযোগ ওঠে।

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ১৬ জুলাই ২০২৫ ০৯:১৯
বেশি ভাড়ায় স্বাচ্ছন্দ্যযুক্ত বিমানে যাত্রী টানতে প্রতিযোগিতায় নেমেছে পশ্চিম এশিয়ার দুই বিমান সংস্থা এমিরেটস এবং এতিহাদ।

বেশি ভাড়ায় স্বাচ্ছন্দ্যযুক্ত বিমানে যাত্রী টানতে প্রতিযোগিতায় নেমেছে পশ্চিম এশিয়ার দুই বিমান সংস্থা এমিরেটস এবং এতিহাদ। —প্রতীকী চিত্র।

তুলনামূলক ভাবে বেশি ভাড়ার এবং স্বাচ্ছন্দ্যযুক্ত উড়ানের যাত্রী কলকাতা থেকে মেলে না, এমন অভিযোগ প্রায়ই শোনা যায়। দূরপাল্লার স্বাচ্ছন্দ্যযুক্ত উড়ানের যাত্রী না থাকায় লন্ডন বা নিউ ইয়র্কের মতো শহরের সঙ্গে কলকাতার সরাসরি উড়ান চালানোর ক্ষেত্রে আগ্রহী সংস্থা মিলছে না বলেও অভিযোগ ওঠে।

তবে এর মধ্যেই বেশি ভাড়ায় স্বাচ্ছন্দ্যযুক্ত বিমানে যাত্রী টানতে প্রতিযোগিতায় নেমেছে পশ্চিম এশিয়ার দুই বিমান সংস্থা এমিরেটস এবং এতিহাদ। দুবাইয়ের এমিরেটস সংস্থা কলকাতা থেকে তাদের উড়ানে ১৮ জুলাই থেকে প্রিমিয়াম ইকনমি শ্রেণির পরিষেবা শুরু করছে। মুম্বই, বেঙ্গালুরু, আমদাবাদের পরে ওই সংস্থা কলকাতায় এই শ্রেণিতে তাদের পরিষেবা শুরু করছে বলে খবর।

কলকাতা থেকে ওই সংস্থার উড়ান বুধ, শুক্র, শনি এবং রবিবার ভারতীয় সময় রাত ৮টা ৪৫ মিনিটে ছেড়ে রাত ১২টা ৪৫ মিনিটে দুবাই পৌঁছবে। প্রিমিয়াম ইকনমি শ্রেণির আসনে বাড়তি স্বাচ্ছন্দ্য ছাড়াও পছন্দের খাবার এবং পানীয়ের সুবিধা মিলবে। এ ছাড়াও কিছু বিমানে ওয়াইফাইযুক্ত পরিষেবার সুবিধা মিলবে। পাশাপাশি, যে সব যাত্রী নিভৃতে থাকতে চান, তাঁদের জন্য বিমানে লাক্সারি কেবিনের ব্যবস্থাও রাখছে ওই সংস্থা। কলকাতা থেকে দুবাইয়ের মধ্যে এমিরেটসের ১১টি উড়ান চলে। তার মধ্যে ইকে-৫৭২/৫৭৩ বিমানে প্রিমিয়াম ইকনমি শ্রেণি চালু হচ্ছে।

এমিরেটসের পাশাপাশি সংযুক্ত আরব আমিশাহির বিমান সংস্থা এতিহাদ তাদের কলকাতা থেকে আবুধাবিগামী উড়ানপথে আগামী ২৬ সেপ্টেম্বর থেকে বাড়তি স্বাচ্ছন্দ্যযুক্ত এ৩২১-এলআর বিমান চালু করতে চলেছে।

এয়ার বাস-৩২১ শ্রেণির ওই বিমানে দু’টি লাক্সারি সুট ছাড়াও সম্পূর্ণ শুয়ে সফর করা যাবে, এমন আসন এবং প্রিমিয়াম ইকনমিশ্রেণির আসন থাকছে। তুলনামূলক কম চওড়া বিমানে ওই ধরনেরস্বাচ্ছন্দ্য এই প্রথম বলেই দাবি এতিহাদের। কলকাতা-আবুধাবি পথে সম্পূর্ণ নতুন বিমান চালানো হবে বলে এই সংস্থার পক্ষ থেকে জানানো হয়েছে।

আগামী অগস্টে ওই বিমান এসে যাওয়ার পরে পুজোর মুখেই কলকাতা থেকে চালু হয়ে যাবে ওই উড়ান। সেখানে যাত্রীদের জন্য পছন্দসই খাবার, পানীয়, উন্নত টাচ স্ক্রিন ছাড়াওবিমানে উচ্চ গতির ওয়াইফাই পরিষেবা থাকবে বলেও জানানো হয়েছে। কলকাতা থেকে সোম, বৃহস্পতি, শনি এবং রবিবার ওই সংস্থার উড়ান চলে।

এতিহাদের চিফ রেভিনিউ এবং বিজ়নেস অফিসার অরীক দে বলেন, ‘‘কলকাতার ব্যবসায়িক সম্ভাবনার দিকে তাকিয়েই যাত্রীদের জন্য বাড়তি স্বাচ্ছন্দ্যযুক্ত উড়ান চালু করা হচ্ছে।’’

(এই প্রতিবেদনটি আনন্দবাজার পত্রিকার মুদ্রিত সংস্করণ থেকে নেওয়া হয়েছে)

flight Aeroplane

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy