এক সময়ে আবাসিক এলাকার ভিতরেই আবর্জনা ফেলা শুরু হয়েছিল। স্থানীয় বাসিন্দারা তা নিয়ে আপত্তি করেছিলেন। এলাকার জনপ্রতিনিধির কাছে দরবারও করেছিলেন। কিন্তু কাজের কাজ কিছুই হয়নি। উল্টে দু’বছরের মধ্যে সেই আবর্জনা ফেলার জায়গা কার্যত ভ্যাটে পরিণত হয়। অভিযোগ, পুরসভার ভ্যানই বাড়ি থেকে আবর্জনা সংগ্রহ করে ওই জায়গায় ফেলে। তার পরে পুরসভার গাড়ি এসে সেখান থেকে আবর্জনা তুলে নিয়ে যায়।
বিধাননগর পুরসভার কালীপার্ক এলাকায় রাস্তার উপরেই তৈরি হয়ে গিয়েছে ওই ভ্যাট। যে কারণে ক্ষুব্ধ আশপাশের এলাকার বাসিন্দারা। তাঁরা জানাচ্ছেন, ঘরের জানলা খুললে দুর্গন্ধে টেকা যায় না। বছরখানেক আগে স্থানীয় পুর প্রতিনিধির কাছে ওই খোলা ভ্যাট সরানোর আবেদন জানিয়ে চিঠিও দিয়েছিলেন তাঁরা। কিন্তু অভিযোগ, কাজের কাজ কিছু হয়নি।
এলাকার বাসিন্দারা জানাচ্ছেন, একেবারে বাস রাস্তার উপরেই তৈরি হয়েছে ওই ভ্যাট। আবর্জনার স্তূপে ঢুকে কুকুর আর শুয়োরের দল মারামারি করে চার দিকে নোংরা ছড়ানোয় এলাকা প্রায়ই নরকের চেহারা নেয়। স্থানীয় এক আবাসিকের কথায়, ‘‘রাস্তার উপরে এ ভাবে আবর্জনা পড়ে থাকাটা মেনে নেওয়া যায় না। ওই ভ্যাটের পাশ দিয়ে হাঁটার সময়ে কুকুরের কামড় খাওয়ার আশঙ্কা থাকে। গরুর উৎপাতেও রাস্তায় যানজট তৈরি হয়।’’