গাঁজা-মদ বিক্রির জন্য এলাকার দখল নিয়ে রাতভর ধুন্ধুমার কাণ্ড ঘটল নরেন্দ্রপুর থানা এলাকায়। দুই দুষ্কৃতী দলের তাণ্ডবে রবিবার রাত থেকে সোমবার ভোর পর্যন্ত গড়িয়া স্টেশন সংলগ্ন তালতলা এলাকায় বোমাবাজি চলে। অভিযোগ, বিস্ফোরণে একাধিক বাড়ির জানলার কাচ ও কাঁচা বাড়ির দেওয়ালে ফাটল ধরেছে। আতঙ্কিত এলাকার প্রায় তিনশো পরিবার।
এই ঘটনায় বরুণ সিংহ নামে এক যুবককে আগ্নেয়াস্ত্র-সহ গ্রেফতার করা হয়েছে। তবে বরুণের দাবি, তিনি ইলেকট্রিক মিস্ত্রি। এই গন্ডগোলে কোনও ভাবেই জড়িত নন। একদল দুষ্কৃতী জোর করে তাঁর কোমরে ওয়ান-শটার পিস্তল গুঁজে দিয়েছিল।
স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, “রবিবার রাত থেকে মোটরবাইকে করে এসে ২০-২২ জন দুষ্কৃতী তাণ্ডব চালায়। ওই ঘটনায় ভোদু ও বাপ্পা, এই দুই দুষ্কৃতীর নাম উঠে এসেছে। এদের সঙ্গে কাশী নামে এক মদ-গাঁজা বিক্রেতার লড়াই চলছে বলে জানাচ্ছেন স্থানীয়েরাই।