বেতনবৃদ্ধি, স্থায়ীকরণ-সহ একগুচ্ছ দাবিতে বৃত্তিমূলক শিক্ষক ও শিক্ষাকর্মীদের একাংশের ধর্নায় সমর্থন জানাল সংখ্যালঘু যুব ফেডারেশন।
সংগঠনের সভাপতি মহম্মদ কামরুজ্জামান বুধবার নিউটাউনের কারিগরি ভবনের সামনে ‘বৃত্তিমূলক শিক্ষক, প্রশিক্ষক ও কর্মচারীবৃন্দে’র ধর্নামঞ্চে গিয়ে তাঁদের দাবিকে সমর্থন জানিয়েছেন। পরে কামরুজ্জামান বিধানসভায় এসে দেখা করেন বাম পরিষদীয় নেতা সুজন চক্রবর্তীর সঙ্গে। বৃত্তিমূলক শিক্ষকদের সংগঠনের ধর্না তৃতীয় দিনে পড়েছে।
সরকার হয় তাঁদের দাবি মেনে নিক নতুবা তাঁদের স্বেচ্ছামৃত্যুর অধিকার মেনে নেওয়া হোক, এই মর্মে কারিগরি শিক্ষা দফতরের যুগ্মসচিবের কাছে দাবিপত্র দিয়েছেন ওই সংগঠনের প্রতিনিধিরা।