Advertisement
E-Paper

হঠাৎ বিপর্যয় ঘটলে অকেজো মেট্রো পরিকাঠামো, তদন্তে উঠে এল বেহাল দশা

গত সপ্তাহে ময়দান স্টেশনে ঢোকার মুখে আগুন লাগে মেট্রোর একটি রেকে।

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ০৩ জানুয়ারি ২০১৯ ১৯:৪৬
সুজিত বসু ।—নিজস্ব চিত্র।

সুজিত বসু ।—নিজস্ব চিত্র।

হঠাৎ বিপর্যয় হলে বা আগুন লাগলে, অকেজো মেট্রো। দমকল এবং কলকাতা পুলিশের তদন্তে উঠে এল এরকমই চাঞ্চল্যকর তথ্য।

গত সপ্তাহে ময়দান স্টেশনে ঢোকার মুখে আগুন লাগে মেট্রোর একটি রেকে। তার পরেই মেট্রোর অগ্নি নির্বাপণ ব্যবস্থা ঠিকঠাক আছে কি না, হঠাৎ বিপর্যয় ঘটলে কী পরিস্থিতি হতে পারে, তা খতিয়ে দেখে দমকল এবং কলকাতা পুলিশ। সেই রিপোর্টই জানা গিয়েছে, মেট্রোর ২৪টি স্টেশনে অগ্নিনির্বাপন ব্যবস্থা কাজই করছে না। কাজ করছে না কোনও ফায়ার অ্যালার্মও।

বৃহস্পতিবার রাজ্যের সদ্য দায়িত্বপ্রাপ্ত দমকলমন্ত্রী সুজিত বসু বলেন, “কলকাতা মেট্রোর কোনও স্টেশনে অগ্নি নির্বাপন ব্যবস্থা কাজ করছে না। সব অকেজো যন্ত্র। আগুন লাগলে বা কেউ অসুস্থ হলে কী ভাবে স্টেশন থেকে বার করে আনা হবে, তার কোনও ব্যবস্থাও নেই।”

আরও পড়ুন: নারদ যোগ? এ বার সাধন পাণ্ডের মেয়ের কাছে নথি তলব করল ইডি​

আরও পড়ুন: তিন তালাক নিয়ে মোদী সরকারের পাশে নেই নীতীশ​

বেহাল এই দশা ফেরাতে দমকল দফতর বেশ কিছু পরামর্শ দিয়েছে মেট্রো কর্তৃপক্ষকে। বলা হয়েছে ফায়ার অডিট করতেই হবে। সুজিতবাবু বলেন, “মেট্রো কেন্দ্রীয় সরকারের অধীনে। হাজার হাজার মানুষ মেট্রোতে যাতায়াত করেন। আরও দায়িত্ব নিতে হবে। আগুন নেভাতে পারদর্শী লোক নিয়োগ করা দরকার। নিয়মিত মহড়াও করতে হবে। কোনও কারণে বিদ্যুৎ সরবরাহ বন্ধ হয়ে গেলে, তার বিকল্প ব্যবস্থা করতে হবে। রেক এবং স্টেশনে এই ব্যবস্থা থাকতেই হবে।”

Kolkata Metro Metro Fire Police Fire department সুজিত বসু safety
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy