Advertisement
২৫ এপ্রিল ২০২৪
Coronavirus in West Bengal

করোনা আক্রান্তের সংখ্যা কমতির মধ্যেও সংক্রমণের হারে বাড়ল সামান্য উদ্বেগ

গত ২৪ ঘণ্টায় করোনা আক্রান্ত হয়েছেন ১৯৩ জন। এই নিয়ে রাজ্যে মোট করোনা আক্রান্তের সংখ্যা বেড়ে হল ৫ লক্ষ ৭১ হাজার ৩৭১।

গ্রাফিক: শৌভিক দেবনাথ

গ্রাফিক: শৌভিক দেবনাথ

নিজস্ব সংবাদদাতা
কলকাতা শেষ আপডেট: ০৭ ফেব্রুয়ারি ২০২১ ২৩:২১
Share: Save:

রাজ্যে করোনা সংক্রমণের প্রবণতায় লাগাতার স্বস্তির মধ্যে সামান্য উদ্বেগ। ২৪ ঘণ্টার হিসেবে রবিবার আক্রান্তের সংখ্যা কমলেও সংক্রমণের হার সামান্য বাড়ল। পাশাপাশি মৃতের সংখ্যাও বেড়ে ফের পৌঁছে গিয়েছে ৫-এ। তবে সুস্থতার হার ঊর্ধ্বমুখীই রয়েছে।

সোমবার স্বাস্থ্য দফতরের প্রকাশিত বুলেটিন অনুযায়ী রাজ্যে গত ২৪ ঘণ্টায় করোনা আক্রান্ত হয়েছেন ১৯৩ জন। এই নিয়ে রাজ্যে মোট করোনা আক্রান্তের সংখ্য়া বেড়ে হল ৫ লক্ষ ৭১ হাজার ৩৭১। শনিবারের বুলেটিন অনুযায়ী ২৪ ঘণ্টায় আক্রান্ত হয়েছিলেন ১৯৭ জন। রাজ্যের মধ্যে রবিবার সবচেয়ে বেশি আক্রান্ত হয়েছেন কলকাতায়, ৪৮ জন। দ্বিতীয় স্থানে উত্তর ২৪ পরগনা (৪৬)।

আক্রান্তের সংখ্যা ৪ জন কমলেও শনিবারের তুলনায় রবিবার টেস্টের সংখ্যা কমেছে প্রায় ১ হাজার ৬০০। স্বাভাবিক ভাবেই সংক্রমণের হার বেড়েছে। ২৪ ঘণ্টায় যত সংখ্যক টেস্ট হয়, তার মধ্যে যত জনের রিপোর্ট পজিটিভ আসে, তার শতকরা হারকেই পজিটিভিটি রেট বা সংক্রমণের হার বলা হয়। শনিবার এই হার ছিল ০.৮২ শতাংশ। রবিবার তা বেড়ে হয়েছে ০.৮৬ শতাংশ।

কিছুটা হলেও উদ্বেগ বেড়েছে মৃতের সংখ্যা নিয়ে। মৃতের সংখ্যা কমতে কমতে ১-এ নেমে এসেছিল। রবিবারের বুলেটিন অনুযায়ী ২৪ ঘণ্টায় সেই সংখ্যা বেড়ে ফের ৫ হয়েছে। উত্তর ২৪ পরগনায় ২, কলকাতায় ১, হুগলিতে ১ এবং উত্তর দিনাজপুরে ১ জন মারা গিয়েছেন। এই নিয়ে রাজ্যে মোট কোভিডের বলি হয়েছেন ১০ হাজার ২০৭ জন।

তবে সুস্থতার হারে স্বস্তি অব্যাহত। রবিবারের বুলেটিন অনুযায়ী গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন ২৮৯ জন। এই নিয়ে রাজ্যে মোট সুস্থ হলেন ৫ লক্ষ ৫৬ হাজার ৩৭০ জন। রবিবারের বুলেটিন অনুযায়ী সুস্থতার হার ৯৭.৩৭ শতাংশ। শনিবার এই হার ছিল ৯৭.৩৬ শতাংশ। এই মহূর্তে রাজ্যে সক্রিয় করোনা আক্রান্তের সংখ্যা ৪ হাজার ৭৯৪।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE